অজান্তেই বৈধ মুদ্রা বিক্রি করছেন না তো? সাবধান! হতে পারে জেল, জানুন আরবিআই এর নতুন নিয়ম

RBI New Rules : বৈধ মুদ্রা বিক্রি করলে জেল অবধারিত, জেনে নিন RBI এর নতুন নিয়ম

Saranna

rbi rules for old currency sold

রবীন্দ্রনাথের একটা উক্তি রয়েছে, ‘জীবনের ধন কিছুই যাবে না ফেলা-, ধুলায় তাদের যত হোক অবহেলা’। এই কথার পরিপ্রেক্ষিতে দেখা যায় নিত্যদিনের কাজকর্মের মধ্যে অনেক জিনিস রয়েছে যেগুলো ফেলা যায়না, কাজে লেগে যায়। সেগুলো থেকে অনেক বড় বড় জিনিস লাভ করা যায়। উপরের ওই লাইনটি খাটে টাকার ক্ষেত্রেও। টাকা যদি পুরানো হয়ে যায়, তাকে অবহেলা না করলে সে-ই সাথ দেবে আজীবন। তবে সাবধান আরবিআই (RBI) এর এই নিয়মগুলি না জানলে পড়তে পারেন বিপদে। 

টাকা সংক্রান্ত কাজগুলো যদি আইনসম্মত ভাবে না করা হয় তাহলে ফ্যাসাদে পড়বেন আপনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে পুরানো নোট নিয়ে। পুরানো নোট বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করা যাচ্ছে। আর তাই সকলে মিলে ঝাপিয়ে পড়ছেন পুরানো নোটগুলো বিক্রি করার জন্য। কিন্তু আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) এর নিয়ম অনুযায়ী বৈধ মুদ্রা বিক্রি করলে জরিমানা হতে পারে।

rbi rules for old currency

তো আসুন দেখে নেওয়া যাক, আরবিআই আর কি কি বলছে? ৯০ দশকের পুরানো ১০০ টাকার নোট অনেকেই বিক্রি করছেন ৮ থেকে ১০ হাজার টাকায়, আবার ৭৮৬ নম্বর অনেক গুরুত্বপূর্ণ বলে সেই নোট বিক্রি করা হচ্ছে ৫০০ টাকায় আবার ৫ টাকার নোট বিক্রি করা হচ্ছে ৩০০ টাকায়। কিন্তু ব্যাপার হল আরবিআই এর নিয়ম অনুযায়ী বৈধ নোট বিক্রি করা যাবেনা।

আরও পড়ুনঃ মাত্র ৫০০০ টাকা দিয়েই পাবেন ২৬ লাখের রিটার্ন, এই স্কিমে টাকা লাগান গ্যারেন্টি থাকবে সরকার!

মানুষজন বৈধ নোটই বিক্রি করছে। অনেকেই আরবিআই এর লোগো লাগিয়ে নোট বিক্রি করছে। এই ফাঁদে ভুলেও পা দেবেন না কারণ, আরবিআই এর সাথে জড়িত নয়। এমনকি ১০০ টাকার নোট ইএমআই তে বিক্রি করছে, আবার ৭৮৬ মার্কা ২০ টাকার নোট চালু রয়েছে তাও অনেকেই বিক্রি করছে। এটা বৈধ নয়। এটা বেআইনি। 

আরও পড়ুনঃ বই খুলেই হবে পরীক্ষা! কবে থেকে শুরু? নতুন নিয়ম শুনে লাফাচ্ছে ছাত্রছাত্রীরা

আরবিআই-এর এক ব্যাঙ্ক আধিকারিক জানিয়েছেন, বিশেষ ধরনের নম্বর যুক্ত মুদ্রার মালিক মুদ্রা তার নিজের দামে বিক্রি করতে পারবেন, তবে এই বিশেষ ধরণের মুদ্রা বিক্রি করা যায়না। আবার নিয়ম অনুযায়ী হাজার হাজার মুদ্রা সংগ্রহ করা যায়না এতে পাঁচ বছরের জরিমানা হবে।

× close ad