বর্তমানের জনপ্রিয় হিন্দি জী টিভি চ্যানেলের ড্যান্স রিয়ালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ (Dance India Dance) শুরু হয়েছে। এই ডান্স রিয়ালিটি শো এর বিচারকের আসনে আছেন, জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে, অভিনেত্রী মৌনি রায়, ও ডান্স কোরিওগ্রাফার রেমো ডি’সুজা (Remo D’Souza)। এবারে ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ শোয়ের সিজেনটি শুরু হয়েছে খুদে প্রতিযোগীদের নিয়ে। তাদের অসাধারণ ট্যালেন্ট দেখে মুগ্ধ হচ্ছেন দর্শক ও বিচারকরা।
শোয়ে বিশেষ চমক অভিনেত্রী সোনালী বিন্দ্রে, বিগত ২০১৮ সালের জুলাই থেকে এই অভিনেত্রী ক্যান্সার রোগের সাথে কঠিন লড়াই করে আবারও পর্দায় ফিরে এসেছেন। তাকে পর্দায় দেখতে পেয়ে অনুরাগীরা বেশ আনন্দিত। সাথে অভিনেত্রী মৌনী রায় ইন্ডাস্ট্রির বর্তমান ক্রাশ। সম্প্রতি তার বিয়েও হয়েছে, বিচারকের আসনে মৌনী রায়কে দেখেও দর্শক বেশ উৎসাহিত।
নাচের জগতে রেমো ডি’সুজা (Remo D’Souza) এক বিশেষ নাম। অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি যুদ্ধ করে আজ এই কোরিওগ্রাফার সকলের কাজে পরিচিত ও জনপ্রিয় মুখ। ছোট থেকেই পড়াশোনায় বিশেষ আগ্রহ না থাকায় তিনি উচ্চমাধ্যমিক দেওয়ার পর মুম্বাই চলে আসেন। সুনির্দিষ্ট কোনো প্রশিক্ষণ ছাড়াই ভিডিও ও টিভিতে দেখে দেখে নাচ শিখেছিলেন তিনি। অনেক কঠিন লড়াইয়ের পর নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তিনি। আজ তিনি প্রথম সারির কোরিওগ্রাফারদের মধ্যে একজন।
রেমো ডি’সুজা কেবল একজন জনপ্রিয় কোরিওগ্রাফারই নন, ওনার মনের উদারতার পরিচয় একাধিকবার পেয়েছেন দর্শকেরা। এবার আবারও এই কোরিওগ্রাফার শোতে আসা এক ছোট প্রতিযোগীর জন্য মাসিহা হয়ে উঠলেন। মাত্র ৮ বছর বয়সী ওই প্রতিযোগী হিমাংশু পিতৃহারা। তাদের মাথায় রয়েছে ব্যাঙ্কের ঋণের বোঝা। সন্তানদের মানুষ করতে প্রতিযোগী হিমাংশুর মা সমাজের তোয়াক্কা না করে ব্যাংক লোন নিয়ে একটি রিক্সা কেনেন, আর দিনে রাতে কঠোর পরিশ্রম করেন সন্তানদের ভালো রাখতে।
তবে হিমাংশুর পরিবার খুবই দরিদ্র ও অসহায়। যেখানে খেয়ে পরে বেঁচে থাকাটাই কঠিন সেখানে আবার মাথায় ঋণের বোঝা নিয়ে এটি কষ্টে তাদের দিনযাপন হচ্ছিলো। কোরিওগ্রাফার রেমো সেই ছোট হিমাংশু ও তার মায়ের অভাবের সংসারে এক টুকরো আলো, এক টুকরো খুশির আশ্বাস দেন। রেমো হিমাংশু ও তার মা কে কথা দেন তাদের পুরো ঋণ পরিশোধের দায়িত্ব তার। তিনি আরও বলেন হিমাংশুর মাকে যে, ‘এই রিক্সা আপনার, আপনি সন্তানদের নিয়ে ভালো থাকুন’।কোরিওগ্রাফারের এই মানবিকতা মন কেড়েছে সকলের। এমনিতেও তার মিষ্টি ব্যবহার সকলকেই মুগ্ধ করে।