‘অর্চিবাবু’র প্রত্যাবর্তন! ছোটপর্দায় ভিলেন হয়ে ফিরছেন অভিনেতা, রইল প্রোমো

Rishi Kaushik : লীনা গঙ্গোপাধ্যায় বর্তমানে বেস ভালোই আসর জমাচ্ছেন এই তো কয়েকদিন আগে শোনা গেল স্টার জলসা ছাড়াও অন্য চ্যানেলে তিনি আসর জমিয়েছেন। চ্যানেলের

Saranna

rishi kaushik coming on new serial

Rishi Kaushik : লীনা গঙ্গোপাধ্যায় বর্তমানে বেস ভালোই আসর জমাচ্ছেন এই তো কয়েকদিন আগে শোনা গেল স্টার জলসা ছাড়াও অন্য চ্যানেলে তিনি আসর জমিয়েছেন। চ্যানেলের পাশাপাশি অন্য ভাষাতেও নিজের জায়গা পাকা করতে হিন্দি চ্যানেলে পাড়ি দিয়েছেন। সাথে রয়েছেন বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রির সহযাত্রীরা। তার নতুন প্রজেক্টে থাকবেন অভিনেতা ঋষি কৌশিক (Rishi Kaushik)। সম্প্রতি, তার ঝলক সামনে এসেছে।

লীনা গঙ্গোপাধ্যায় যে হিন্দিতে আসর বসিয়েছেন একথা অনেক আগেই সবার সামনে এসেছিল। জানা গিয়েছিল, লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) ‘ঝনক’ (Jhanak) নামের একটি নতুন ধারাবাহিক নিয়ে আসছেন স্টার প্লাসে (Star Plus)। এই ধারাবাহিকে কারা কারা অভিনয় করবেন সবটাই জানা গিয়েছিল, তবে ধারাবাহিকের প্রোমো প্রকাশ পায়নি। সম্প্রতি প্রকাশ পেয়েছে ধারাবাহিকের প্রোমো। প্রোমো দেখে সকলেই বেশ খুশি।

rishi kaushik coming on new hindi serial

ধারাবাহিকের কাহিনীতে দেখা যাবে দুই পরিবারের গল্প। একটি কলকাতার বসু পরিবার আর অন্যটি কাশ্মীরের । ধারাবাহিকের মূল চরিত্র তিনটি আরশি, অনিরুদ্ধ আর ঝনক। তিন চরিত্র মানেই এটা ত্রিকোণ প্রেমের কাহিনী। অনিরুদ্ধর সঙ্গে আরশির বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেই বিয়ে ভাগ্যচক্রে আর হল না। রাহুলের বিয়ে হয় ঝনকের সাথে । এই বিয়ে দুজনের কেউ মেনে নিতে পারেনি। এইভাবেই এগোবে কাহিনী।

এই ধারাবাহিকে নায়ক অনিরুদ্ধ বসুর চরিত্রে থাকছেন বাংলা সিরিয়ালের হার্টথ্রব নায়ক ক্রুশল আহুজা আর কাশ্মীরী কন্যা ঝনকের চরিত্রে থাকছেন হিবা নবাব (Hiba Nawab)। এই ধারাবাহিকে খলনায়কের চরিত্রে ঋষি কৌশিক কে। প্রোমোতেই তার চরিত্রের এক ঝলক সকলের সামনে এসেছে। তাঁর চরিত্রের নাম তেজাস কুমার। এছাড়াও দেখা যাবে ভরত কল, পত্রালি চট্টোপাধ্যায়, সুচিস্মিতা চৌধুরীদের।

প্রসঙ্গত, এর আগে এরকমই একটি ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে লীনা গঙ্গোপাধ্যায় তৈরি করেছিলেন ‘ইষ্টি কুটুম’। প্রথম যখন ঝনকের কথা সবাই শোনে অনেকের মুখেই গুঞ্জন শোনা গিয়েছিল এই ধারাবাহিক ইষ্টি কুটুমের রিমেক। কিন্তু পরে যখন ধারাবাহিকের কাহিনী প্রকাশ্যে এল তখন দেখা গেল একেবারেই আলাদা।

× close ad