বর্তমানে মানুষের মন ভালো করার অপরিহার্য অংশ হল বিনোদন মূলক চ্যানেল। এই চ্যানেল গুলো মানুষকে আনন্দ দিতে আনছে একের পর নিত্য নতুন ধারাবাহিক। ফলে চ্যানেল গুলো যেমন মানুষের কাছাকাছি চলে আসছে, তেমনই আসছে ধারাবাহিক গুলো। তাই তো মানুষ ধারাবাহিক গুলোকে ছেড়ে কোথাও যেতে চায়না। টিভির পর্দার সামনে ওই যে সন্ধ্যা ৬ টায় বসল উঠল ১০ টা কিংবা ১১ টা।
একটা ধারাবাহিক শেষ হলেই চলে আসে আরও একটা নতুন ধারাবাহিক। তাই তো সম্প্রতি স্টার জলসায় দেখা যাচ্ছে নতুন ধারাবাহিক ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi) র আগমন। এই ধারাবাহিকে সাহেবের চরিত্রে অভিনয় করছেন ‘মোহর’ ধারাবাহিকের শঙ্খ তথা অভিনেতা প্রতীক সেন। আর চিঠির চরিত্রে অভিনয় করছেন সাঁঝের বাতি ধারাবাহিকের চারু তথা অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।
এই ধারাবাহিকের কাহিনী একটু অন্যরকম। ধারাবাহিকে দেখা যায় সাহেব একজন জনপ্রিয় মানুষ। দেশে । কিন্তু একটা দূর্ঘটনায় তাঁর পা পঙ্গু হয়ে যায়। ফলে তার এই জনপ্রিয়তাময় কেরিয়ার এক নিমেষে শেষ হয়ে যায়। সে সবসময় ঘরের মধ্যেই থাকে। ঘরের মধ্যে থেকে থেকে একজন অহংকারী মানুষ হয়ে উঠেছে।
অন্যদিকে চিঠি পেশায় একজন পিওন। চিঠি বিলি করেই তাঁর রুজিরোজগার চলে। সাহেবের জন্মদিনে সাহেবের একটা চিঠি নিয়ে সাহেবের বাড়িতে হাজির হন চিঠি। এরপর চিঠি জেনে যায়, সাহেবের একটা পা পঙ্গু, এই কথা চিঠি যাতে বাইরের কাউকে না বলতে পারে, তাই চিঠিকে ঘরে বন্দি করে রাখে সাহেব। এরপরে গল্প এগিয়েছে অনেক দূর।
এর মাঝেই শোনা যাচ্ছে, সাহেবের মা চিঠির বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যায়। চিঠির মা এই বিয়েতে রাজি হয়ে যান। সাহেবের মা বলেন, চিঠিই পারবে সাহেবকে এই অন্ধকার থেকে সকলের সামনে বার করে আনতে। চিঠিও রাজি হয়ে যায় বিয়ের জন্য। এই প্রোমো ভিডিও দেখে দর্শকরা বেজায় খুশি ।
একজন দর্শক লিখেছেন, ‘এই প্রথম কোনো ধারাবাহিকে দেখলাম ছেলের মা মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, এই ধারাবাহিকটা বেশ ভালোই হবে।’ আর একজন লিখেছেন, ‘যাক এইবার তাহলে ঠিকঠাক বিয়ে হবে।’ নাহলে ধারাবাহিকের নীতি হয়ে গেছে অস্বাভাবিক বিয়ে দেখানো। কখনও উড়ন্ত সিঁদুরে বিয়ে হয়ে যায়, আবার কখনওবা উড়ন্ত মালায় বিয়ে হয়। অদ্ভুত ভাবে বিয়ের এই ধারাবাহিকের তৈরী হওয়া প্রথা ভাঙবে অবশেষে সাহেবের চিঠি ধারাবাহিক।