‘মেয়েবেলা’র স্লট ঘোষণা হতেই চটলেন অনুরাগীরা, মাঝপথেই বন্ধের মুখে জনপ্রিয় সিরিয়াল! রইল দিনক্ষণ

একের পর এক নতুন ধারাবাহিকের আগমনের খবর পেয়ে বুকে ভয় লাগছে সাম্প্রতিককালে সম্প্রচার হওয়া ধারাবাহিকের অনুরাগীদের। কারণ নতুন আসা মানেই পুরাতনের অবসান। আর তাই নতুনকে

Saranna

saherber chithi replaced by meyebela serial

একের পর এক নতুন ধারাবাহিকের আগমনের খবর পেয়ে বুকে ভয় লাগছে সাম্প্রতিককালে সম্প্রচার হওয়া ধারাবাহিকের অনুরাগীদের। কারণ নতুন আসা মানেই পুরাতনের অবসান। আর তাই নতুনকে জায়গা দিতে কোন ধারাবাহিকের পথচলা শেষ হবে, এ নিয়ে চিন্তিত রয়েছেন সকলেই। স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘মেয়েবেলা’ (Meyebela)। কিন্তু এই মেয়েবেলা কোন স্লটে আসবে?

সম্প্রতি সেই স্লট জানা গেছে। এই নতুন ধারাবাহিক আগামী ২৩শে জানুয়ারি থেকে সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭.৩০ থেকে দেখা যাবে। আর এই  খবরে একদল অনুরাগী বেশ চিন্তিত। কারণ এই স্লটে দেখা মেলে, আলতা ফড়িং (Alta Phoring)। এই ধারাবাহিকটি ২০২২ এর ১০ ই জানুয়ারি শুরু হয়েছিল। এখনও অব্যহত রয়েছে। 

meyebela take alta phoring slot

কিন্তু সম্প্রচারের দিনক্ষণ দেখে সকলেই বিমর্ষিত। এক বছর চলার পর এবারেই শেষ হতে চলেছে ‘আলতা ফড়িং’ ধারাবাহিক। তবে এই খবর দেখে যারা চিন্তিত হচ্ছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। এখনই শেষ হচ্ছে না, ফড়িং ও ব্যাঙ্কবাবুর কাহিনী। শোনা যাচ্ছে, স্লট বদলে যাচ্ছে। শোনা যাচ্ছে, বন্ধ হচ্ছে নতুন ধারাবাহিক ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)। এই ধারাবাহিক দেখা যেত ৬:৩০। এই ৬:৩০  তে এবার দেখা মিলবে ‘আলতা ফড়িং’। 

‘সাহেবের চিঠি’ টিআরপি তালিকায় জায়গা করে নিতে একেবারে অক্ষম। আর তাই মাত্র ৭ মাসেই শেষ করে দেওয়া হচ্ছে ‘সাহেবের চিঠি’। এই নিয়ে বেশ ক্ষুব্ধ হয়েছেন অনুরাগীরা। তারা চাইছেন আবার তাদের সাহেব অর্থাৎ অভিনেতা প্রতীক সেন খুব তাড়াতাড়ি ফিরে আসেন। তাই এক অনুরাগী আবেগপ্রবণ হয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় লিখেছেন।

major change in star jalsha saheber chithi serial

‘ক্ষনিকের অতিথি হয়ে এসেছিল, যতদিন ছিল ঘর আলো করে রয়েছিল আমাদের সবার প্রিয় সাহেবের চিঠি। অল্প সময়ের জন্য এসেও এই অল্প সময়ে ই আমাদের সাথী জুটি সকলের মনে একটা আলাদা জায়গাই করে নিয়েছে। আর এটাই সাহেবের চিঠির সফলতা। মন খারাপের মাঝে আবার নতুনের আগমনের সুর তো রয়েছে, সেই অপেক্ষা তেই রইলাম। অপেক্ষায় রইলাম আবার নতুন ভাবে নতুন রূপে প্রতীক সেন কে দেখার জন্য’।

× close ad