মডেলিং থেকে অভিনয়ে সবেতেই হিট, কিন্তু অঙ্কে ফেল! দিদি নং ১ এ ফাঁস সম্পূর্ণা লাহিড়ীর সিক্রেট

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন, সম্পূর্ণা লাহিড়ী (Sampurna Lahiri)। এই অভিনেত্রীকে মানুষ চিনেছে, ‘তারে আমি চোখে দেখিনি’ ধারাবাহিক থেকে। এই ধারাবাহিকে

Saranna

sampurna lahiri on didi no 1 revealed some secrets of her life

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন, সম্পূর্ণা লাহিড়ী (Sampurna Lahiri)। এই অভিনেত্রীকে মানুষ চিনেছে, ‘তারে আমি চোখে দেখিনি’ ধারাবাহিক থেকে। এই ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন সম্পূর্ণা । ধারাবাহিক শেষ হয়েছে অনেক আগেই কিন্তু মানুষেরা এখনও মনে রেখেছে সম্পূর্ণা কে এবং তার অভিনয়কে। তাঁকে সবাই তুর্কি হিসেবে চেনে।

এরপর তাঁকে দেখা গিয়েছিল, বিগ বসে। পাশাপাশি অনেক ছোটো পর্দাতেও তাঁকে দেখা গিয়েছে। শুধু ছোটো পর্দা নয়, বড় পর্দাতেও দাপিয়ে কাজ করেছেন, কাজ করেছেন বিভিন্ন ওয়েব সিরিজে। সবেতেই তাঁর দক্ষ অভিনয় ফুটে উঠেছে। বিশেষ করে ‘নজর’ ধারাবাহিকের তাঁর ডাইনি চরিত্র বড় লম্বা বিনুনি, কালা জাদুর অধিকারিনী এইসব বৈশিষ্ট্যের জন্য বেশ জনপ্রিয় হয়েছিলেন।

tollywood actress sampurna lahiri

আসলে এরকম খলনায়িকা হিসেবে তাঁকে কেউ কোনোদিন পর্দায় দেখেনি তো, তাই এরকম রহস্যময়ী লুক দেখে সবাই অবাকই হয়েছিল। এছাড়াও ‘বউ কেন সাইকো’, ‘ডার্ক ওয়েব’ ইত্যাদি ওয়েব সিরিজে তাঁর দেখা মিলেছে। এছাড়াও ‘দূর্গা সহায়’, ‘শঙ্কর মুদি’ প্রভৃতি সিনেমাতেও তাঁর দেখা মিলেছে। তবে সম্প্রতি দেখা মিলেছে জি বাংলার পর্দায়।

sampurna lahiri

জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ এ এসেছিলেন সম্পূর্ণা। এখানে সব মানুষই এসে, তাদের জীবনের গুরুত্বপূর্ণ কথা শোনায়, সেইমতো অভিনেত্রীও শোনান তাঁর জীবনের গুরুত্বপূর্ণ কিছু কথা। অনেক ছোট বয়স থেকেই অভিনয় জগতের সাথে পরিচিত। মাধ্যমিক দিয়েই অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। পড়াশোনার মধ্যে থেকে এত তাড়াতাড়ি অভিনয় জগতে কেন?

অভিনেত্রী জানান, ছোটো থেকেই খুব জেদি মানুষ ছিলেন। মায়ের কাছে খুব মারও খেয়েছেন। তবে পড়াশোনার ক্ষেত্রে অঙ্কে মোটেই ভালো ছিলেননা। তাঁর মা স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট থেকে অংকে নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু মেয়ে সম্পূর্ণা অঙ্কে খুবই কাঁচা। যোগের হিসাবটাই ঠিকমত করতে পারেননা। তাই অংক পরীক্ষায় ফেল করেছিলেন। এই কথা শুনে দিদি নাম্বার ওয়ানের মঞ্চের সকলেই হেসে লুটোপুটি খায়।

× close ad