যেসব অভিনেত্রীদের উজ্জ্বল কেরিয়ার, তারা একটা ধারাবাহিকে কাজ করতে করতেই পেয়ে যান অন্য ধারাবাহিকে কাজের সুযোগ। অপেক্ষা করতে হয়না, কিংবা ভাবতে হয় না। আর সেরকমই একজন অভিনেত্রী হলেন, অভিনেত্রী সম্পূর্ণা মন্ডল (Sampurnaa Mandal)। একটা ধারাবাহিকে অভিনয় করতে করতেই সুযোগ পেয়েছেন নতুন ধারাবাহিকে।
বর্তমানে সম্পূর্ণাকে দেখা যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে অভিনয় করতে করতেই সম্পূর্ণা জানালেন একটি সুখবর। স্টার জলসার ‘তুঁতে’ (Tunte) ধারাবাহিকে শ্রুতি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এই ধারাবাহিকে কেমন লুকে দেখা যাবে, সেই লুকও শেয়ার করেছেন অভিনেত্রী। তবে চরিত্রের শেড কী রকম? তা এখনো অবধি জানা যায়নি।
প্রসঙ্গত, অভিনেত্রী খুব অল্প বয়সেই সকলের মন জয় করে নিয়েছেন। তাঁর অভিনয়ের তালিকায় রয়েছে, ‘দূর্গা দূর্গেশ্বরী’, ‘ ধূলোকণা’, ‘গোয়েন্দা গিন্নি’, ‘হয়তো তোমারই জন্য’। তবে শুধু ছোটো পর্দা নয়, অভিনয় করেছেন সিরিজে। তাঁর দেখা মিলেছে, ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’-এ। এছাড়াও দেখা মিলেছে, ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্য’-এ।
‘রানী রাসমনি’- তে করেছিলেন জগদম্বা চরিত্র। এত চরিত্রের ভিড়ে মানুষ ভুলে যাননি তাঁর চরিত্রের নাম। এখনো মানুষ তাঁকে জগদম্বা হিসেবেই চেনেন। তাই তো এক অনুরাগী লিখেছিলেন, ‘আজ সম্পূর্না মন্ডল (Sampurnaa Mandal) নামে তোমার ঠিক যতটা খ্যাতি, যতজন তোমার ফ্যান হয়ে শেষমেশ তোমার কাছ থেকে কয়েকটি লাইক, কমেন্ট শেয়ার পেতে তোমার ফ্যান পেজ খুলেছে, তাদের সবার মনে তুমি আছো।
View this post on Instagram
তার বেশিরভাগই কিন্তু জগদন্বা চরিত্রের দরুন। জানি না যে জি বাংলা কীভাবে চরিত্রের জন্য অভিনেতা-অভিনেত্রী নির্বাচন করে, তবে আমার কি মনে হয় জানো, স্বয়ং ঈশ্বর যেন তোমাকে এবং কেবলমাত্র তোমাকেই এই জগদন্বা চরিত্রের জন্য নির্বাচন করেছে।’ অভিনেত্রীর আসল বাড়ি ঝাড়গ্রাম। সেখান থেকে মেদিনীপুরে চলে আসেন। সেখানে অভিনয় শিখে অডিশন দিয়ে, চলে আসেন অভিনয়ে। কালার্স বাংলার মা দূর্গা ধারাবাহিক দিয়ে শুরু হয় পথচলা।