TRP-র জেরে বদলাচ্ছে ‘সন্ধ্যাতারা’র গল্প! সন্ধ্যার সামনে সত্যিটা আসতেই সতীন হয়ে উঠবে তারা!

স্টার জলসার (Star Jalsha) যে কটি ধারাবাহিকে জমজমাট পর্ব চলছে তার মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। সাধারণত আমরা এতদিন যে কটা বোন নিয়ে

Saranna

sandhyatara serial sandhya finally know the truth about tara and akash promo come out

স্টার জলসার (Star Jalsha) যে কটি ধারাবাহিকে জমজমাট পর্ব চলছে তার মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। সাধারণত আমরা এতদিন যে কটা বোন নিয়ে ধারাবাহিক দেখে এসেছি, সেখানে দেখা গেছে এক বোন আর এক বোনের শত্রু। কিন্তু এখানে দেখা গেছে উল্টোটা। এক বোন আর এক বোনের শত্রু নয় তারা বন্ধু। কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্ক এবার ভেঙে চৌচির।

যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেনই সন্ধ্যা ও তারা দুই বোন। এই দুই বোন একে অপরের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। তারা তো নিজের দিদির জন্য নিজের ভালোবাসার মানুষকে বিসর্জন দিয়েছে। একথা সন্ধ্যা জানেনা। তবে একদিন না একদিন সন্ধ্যা তো জানতেই পারবে। আর সেই সময় চলে এল। প্রথমে আকাশনীলও জানত না সন্ধ্যার বোন তারা।

sandhyatara serial sandhya finally know the truth about tara and akash

পরে আকাশ জেনেছে পরিবার আর পরিস্থিতির জন্য তারা এটা করেছে। আকাশ নীল সন্ধ্যাকে ভালো না বাসলেও, সন্ধ্যার প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে। সেও সন্ধ্যাকে কখনো জানায়নি আসল সত্যিটা। বরং তার কাছে অন্য একটি মেয়েকে এনে দেখিয়েছে, এটাই তার প্রেমিকা। সন্ধ্যাও সেটা মেনে নিয়েছে। কিন্তু সাম্প্রতিক প্রোমো বলছে অন্য কিছু। এবার সত্যের মুখোমুখি হবে সন্ধ্যা।

প্রথমদিকে সব মেনে নিলেও, সন্ধ্যার এখন তারাকে নিয়ে সন্দেহ হয়। কারণ আকাশনীলের সাথে তারার একটু মাখো মাখো সম্পর্কের আভাস পেয়েছে সন্ধ্যা। আর তাই সে একটা নতুন পরিকল্পনা করে। সন্ধ্যা তার ননদকে পাঠায় তারার কাছে, তারাকে গিয়ে সে জানায়, তারা দিদি বাজি ফাটাতে গিয়ে নীল দাদার গায়ে আগুন লেগেছে।

আর এই কথা শুনে তারা চিৎকার করে ওঠে। এরপর ছুটে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে তারা। আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, তোমার কিছু হয়নি তো আকাশ। এরপরই সেটা আড়াল থেকে দেখে সন্ধ্যা। সন্ধ্যা তখন ভাবে তারাই কি আকাশনীলের প্রেমিকা। এরপর কি হবে? সন্ধ্যার কি হবে? সন্ধ্যা আর তারার সম্পর্কের কি হবে? উত্তর দেবে আগামী পর্ব।

× close ad