TRP কমতেই বিদায় নিচ্ছেন দুই জনপ্রিয় চরিত্র! ‘সন্ধ্যাতারা’ ঘিরে ক্ষোভ প্রকাশ দর্শকদের

Sandhyatara Serial : এখন ধারাবাহিকের যা অবস্থা অভিনেতারা একটা ধারাবাহিকে অভিনয় করে নিশ্চিত নন। অনেক জনকেই দেখা যায় একের বেশি ধারাবাহিকে অভিনয় করতে। বিশেষ করে

Saranna

sandhyatara serial two actor going on star jalsha upcoming serial cheeni

Sandhyatara Serial : এখন ধারাবাহিকের যা অবস্থা অভিনেতারা একটা ধারাবাহিকে অভিনয় করে নিশ্চিত নন। অনেক জনকেই দেখা যায় একের বেশি ধারাবাহিকে অভিনয় করতে। বিশেষ করে পার্শ্ব চরিত্রদের ক্ষেত্রে এমনটা বেশি দেখা যায়। সম্প্রতি এমনই এক নিদর্শন আবার সামনে এল। স্টার জলসার (Star Jalsha) ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) ধারাবাহিকের টিআরপি কিছুটা নিম্নমুখী। সিরিয়াল ছাড়ছেন দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী।

স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘সন্ধ্যাতারা’। ধারাবাহিকটি সবেমাত্র শুরু হয়েছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে, অন্বেষা হাজরা, সৌরজিত ব্যানার্জি এবং অমৃতা দেবনাথ। দুই বোনের কাহিনী নিয়ে সৃষ্ট এই ধারাবাহিক প্রথম দিকে বেশ ভালো রকম টিআরপি দিচ্ছিল, কিন্তু এখন সেরকম টিআরপি দিতে পারছে না।

sandhyatara serial sandhya took a hard decesion

 

টিআরপি বাড়াতে, ধারাবাহিকে টুইস্ট আনতে নিয়ে আসা হয়েছে নতুন চরিত্র। তার জন্য প্রবেশ করেছেন ইচ্ছে পুতুলের জিষ্ণু অর্থাৎ শমীক চক্রবর্তী। এসবের মাঝেই শোনা যাচ্ছে ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন জনপ্রিয় দুই চরিত্র। তাঁরা এই ধারাবাহিকে ধূসর চরিত্রে অভিনয় করছেন। সেই দুই চরিত্রের অভিনেতা অভিনেত্রী হলেন সৌরভ চ্যাটার্জী (Sourav Chatterjee) এবং চৈতালি চক্রবর্তী (Chaitali Chakraborty)। বর্তমানে তাদের দেখা যাবে স্টার জলসার পর্দায় আসন্ন নতুন ধারাবাহিক ‘চিনি’ (Cheeni)তে।

উল্লেখ্য, পুর্নজন্মের প্রেক্ষাপটে তৈরী হচ্ছে এই নতুন ধারাবাহিক ‘চিনি’। এই ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে রয়েছেন মিসিং স্ক্রু প্রোডাকশন। ধারাবাহিকে চিনির চরিত্রে অভিনয় করবেন ‘খেলনা বাড়ি’র গুগলি অর্থাৎ অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য। আর তার বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা সোমরাজ মাইতি।

sandhyatara serial actor sourav and chaitali are going on star jalsha upcoming serial cheeni

এই নতুন ধারাবাহিক কার পরিবর্তে আসবে তা এখনো অবধি জানা যায়নি। শোনা যাচ্ছে, খুব সম্ভবত প্রাইম স্লটে আসবে না এই নতুন ধারাবাহিক। জানুয়ারী থেকে শুরু হওয়ার কথা। কিন্তু শ্যুটিং নিয়ে গোলমাল শোনা যাচ্ছে, জানুয়ারিতে যেহেতু ধারাবাহিকটি আসবে, তাই ডিসেম্বরে শ্যুটিং শুরু হয়েছিল। কিন্তু কোনো কারণবশত ডিসেম্বরে ৬ দিন শ্যুটিং হয়ে শ্যুটিং বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি। ফের কবে শ্যুটিং শুরু হবে তা জানা যায়নি।

× close ad