বৈদিক মন্ত্রে বিয়ে সারলেন সন্দীপ্তা, রইল অভিনেত্রীর বিয়ের একঝাঁক ফ্রেমবন্দি মিষ্টি মুহূর্ত!

Sandipta-Soumya : টলিপাড়ায় (Tollywood) এখন চলছে বিয়ের মরসুম। একের পর এক অভিনেতা অভিনেত্রী বসছেন বিয়ের পিঁড়িতে। এই তো কয়েকদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, জনপ্রিয়

Saranna

sandipta sen and soumya mukherjee's weeding photo galery

Sandipta-Soumya : টলিপাড়ায় (Tollywood) এখন চলছে বিয়ের মরসুম। একের পর এক অভিনেতা অভিনেত্রী বসছেন বিয়ের পিঁড়িতে। এই তো কয়েকদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়। তারপরই শোনা গিয়েছিল ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। আর তাই সেটাই হল। ৭ ই ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখার্জী (Soumya Mukherjee) সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সন্দীপ্তা।

কোন রীতি মেনে বিয়ে করলেন অভিনেত্রী? গত ২ ডিসেম্বর বাগদান পর্ব সেরেছিলেন। তারপর থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রাক-বিয়ের অনুষ্ঠান। মেহেন্দী, সঙ্গীত, গায়ে হলুদ, বিয়ে সবটাই সবার সাথে শেয়ার করে নিয়েছেন। বিয়ের জন্য তিনি কতটা এক্সাইটেড ছিলেন, তা তাঁর পোস্ট গুলো দেখেই বোঝা যায়। সবাই তাঁদের এই নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের বিয়ে হয়েছে বৈদিক মতে।

 

View this post on Instagram

 

A post shared by Adda Moment 💌 (@adda.moment)

বিয়েতে হয়নি কোনো কন্যাদান। মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের (Nandini Bhowmik) পৌরহিত্যে বিয়ের কাজ সম্পন্ন হল।আমরা সাধারণত যা যা বিয়ে দেখেছি, প্রায় বেশিরভাগ বিয়েই হিন্দু নিয়ম অনুসারে হয়। যেটা আজীবন চলে আসছে। আর সেই চিরাচরিত রীতি থেকে বেড়িয়ে ছকভাঙা নিয়মে বিবাহ সম্পন্ন করলেন। যেখানে বিয়ের মন্ত্রচ্চারণ হবে গানে গানে। বিয়ের দিনই ছিল রিসেপশন।

বিয়ের এক ঘণ্টা পরেই হয়েছে রিসেপশন। পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল বিয়ের আসর। বিয়ের থিম ছিল গোলাপি এবং সাদা। থিম অনুযায়ী সেজেছিলেন বর কনে। কনের পরনে ছিল গোলাপি রঙের বেনারসি, আর বরের পরনে ছিল হালকা গোলাপি রঙের শেরওয়ানি। সন্দীপ্তার সাজটাও ছিল সাধারণ, কপালে চন্দনের ফোঁটা, মাথায় টায়রা, নাকে নথ, হাতে শাখা-পলা, চুড়ি, মাথায় মুকুট। সাধারণের মাঝেও তিনি অসাধারণ। তাঁর এই লুক দেখে কেউ চোখ ফেরাতেই পারছেন না।

 

View this post on Instagram

 

A post shared by The Wedding Canvas (@twc2014india)

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৃজিত মুখোপাধ্যায়, সৌরভ দাস, রাজ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, সোহিনী সরকার সহ আরও অনেক জনপ্রিয় তারকারা। বিয়ের মেনুতে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, বাসন্তী পোলাও, কষা মাংস, মাছের হরেকরকম পদ, চিংড়ি মালাইকারি, মিষ্টি সহ আরও অনেক কিছু। অভিনেত্রীকে আমরা পর্দায় চরিত্রের মাধ্যমে সংসারী হতে দেখেছি, বাস্তব জীবনে তিনি কেমন সংসারী হবেন, তা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

× close ad