‘ওকে ধরে রাঁচিতে পাঠাও’! বিদেশের রাস্তায় শুয়ে নাচ স্যান্ডির, ভিডিও দেখে ক্ষিপ্ত নেটপাড়া

সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন আর স্যান্ডি সাহাকে (Sandy Saha) চেনেননা, এমন লোক খুব কম আছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। ইউটিউবে ভিডিও করে সে এখন

Saranna

sandy saha in pataya dancing on road video

সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন আর স্যান্ডি সাহাকে (Sandy Saha) চেনেননা, এমন লোক খুব কম আছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। ইউটিউবে ভিডিও করে সে এখন জনপ্রিয়তার শীর্ষে। তাঁর রঙ্গরসিকতা দেখে মনে ভরে নেট নাগরিকদের। সে সবার সাথেই ভিডিও বানিয়েছে, অভিনেতা যশ দাশগুপ্ত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথেও।

আর অনুগামীরাও সকলে অপেক্ষায় থাকে, কখন তাঁর নতুন ভিডিও আসবে। আর অনুরাগীদের জন্য সে ভিডিও বানাতে জীবনের ঝুঁকিও নেয়। কখনও তাঁকে দেখা যায় ব্যস্ততম মা ফ্লাইওভারের মাঝে তো কখনও ভিড় রাস্তায়। আবার কখনও দেখা যায় ফুচকার সাথে। এইরকম নানান ভঙ্গিতে সে সবাইকে বিনোদন দিয়ে আসছে।

sandy saha

এবার তাঁকে পাওয়া গেল, পাটোয়ার রাস্তায় নাইটি পড়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে, ‘ম্যানহোলের ঢাকনার মতোন হাতে পড় ঘড়ি।’ শুধু তাই নয়, সে এই নাইটি পড়ে, হাতে একটি ব্যাগ নিয়ে হোটেল থেকে মডেলদের মত হেঁটে হেঁটে বাইরে আসছে। নাইটিটাই ওর স্টাইল।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘থাইল্যান্ডের পাটায়াতে ওয়াকিং স্ট্রীটে এর অন্ধকার গলিতে নাইট লাইফ এনজয় করতে গিয়ে মাঝ রাস্তায় মাটিতে শুয়ে যা সব করলাম। ‘এই ভিডিও দেখে সকলেই বেশ মজা পেয়েছে। একজন লিখেছেন, ‘এই পুজোতে আমি তোমায় একটা নাইটি গিফট করবো ভাবছি। ‘ আর একজন লিখেছেন,’ আমাদের নাইটি টা দেশ বিদেশে বিখ্যাত করার জন্য ধন্যবাদ।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)


নাইটি পরে সামান্য দোকান যেতেই লজ্জা লাগে আর ইনি থাইল্যান্ড। ‘পাশাপাশি অনেকে তাঁর এই কাজকে অনুচিত বলেছেন। তারা জানিয়েছেন বিদেশে নাইটি পড়ে ঘুরে বেরানোর অর্থ ভারত তথা কলকাতার অপমান। এরকম ভাবে নাইটি পড়ে খিল্লি করা উচিত হয়নি।

তবে এসব সমালোচনাকে স্যান্ডি সাহা পাত্তা দেয় না। নাইটি পড়ে স্যান্ডির ভিডিও এটা প্রথম নয়, এর আগেও তাঁকে দেখা গেছে নাইটি পড়ে। সম্প্রতি যেসব ভিডিও তিনি করছেন, তার বেশিরভাগটাই নাইটি পড়েই। এদিন এয়ারপোর্টেও তাঁকে নাইটি পড়েই দেখা গেছে।

× close ad