জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় উল্লেখযোগ্য ধারাবাহিক হল ‘মিঠিঝোরা’(Mithijhora)। এই ধারাবাহিকে নেই পরকীয়া। ধারাবাহিকে রয়েছে ভাই বোনের স্বার্থত্যাগের কথা। একজনকে ভালো রাখতে আর একজনকে ভালো থাকার স্বার্থ ত্যাগ করতে হচ্ছে। ধারাবাহিকের এরূপ ট্র্যাজেডি সকলেরই মন কেড়ে নিয়েছে। এর পাশাপাশি ধারাবাহিকের নায়ক শৌর্যও সকলের মন কেড়ে নিয়েছে। সকলেই ক্রাশ খাচ্ছেন তার উপর।
শৌর্যর চরিত্রে অভিনয় করছেন সপ্তর্ষি রায় (Saptarshi Roy)। জি বাংলার পর্দায় এই অভিনেতা নতুন হলেও, আকাশ আটের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ইকির মিকির’, ‘রামপ্রসাদ’, ‘মা সারদা’ সহ আরও অনেক ধারাবাহিকে। ইকির মিকির ধারাবাহিক দিয়েই শুরু হয় ধারাবাহিক যাত্রা। এখানে নায়কের চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
সপ্তর্ষি সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের (Didi No.1) মঞ্চে উপস্থিত হয়েছিলেন মায়ের সাথে। শোনালেন নিজের জার্নির কথা। ক্লাস ফোরে যখন পড়েন, বাবার হাত ধরে ‘অবাক জলপান’ নাটক করেন। এরপরে প্রচুর নাটক করেন। ২০১৯ এ নাটক ও কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করেন। ২০২১ এ নাটকে মাস্টার্স করেন। তারপর থেকেই শুরু হয় কাজ।
আরও পড়ুনঃ একটা ছোট্ট ঘরে থাকতেন! মুখ ফিরিয়ে ছিলেন বাবা, স্ট্রাগল নিয়ে মুখ খুললেন ছোটপর্দার ‘জিষ্ণু’
এখন শান্ত হলেও মাধ্যমিক দেওয়ার আগে পর্যন্ত খুব দুষ্টু ছিলেন। সপ্তর্ষির মা বলেন, স্কুলের টিউব ভেঙে দিয়েছিল, বাবা বেল্ট দিয়ে পিটিয়েছিল।’ এরপরে সপ্তর্ষি বলেন, ‘আমি এখনো মায়ের হাতে মার খায়। আমার বোনের সাথে ঝগড়া ঝাটি যা হয় শেষ পর্যন্ত আমার ঘাড়েই দোষটা আসে।‘ এরপরই রচনা বলেন, ‘সবাই শুনল, সবার প্রিয় শৌর্য এখনো মার খায়’।
এরপরই রচনা জিজ্ঞাসা করেন, ‘শৌর্য চরিত্রটা করে কেমন লাগছে?’ সপ্তর্ষি জানান, ‘খুবই ভালো লাগছে, যত দিন যাচ্ছে, তত এই চরিত্রের শেড বেরোচ্ছে। সেই শেডগুলোকে মেনে চলা আলাদা একটা চ্যালেঞ্জ। এবং সেটাকে আমি খুব ইনজয় করি।‘ এরপরই রচনা সপ্তর্ষির মনের মানুষের প্রসঙ্গ নিয়ে আসেন, তখন সপ্তর্ষি জানান, মা জানে আমার মনের মানুষ কে?