চার বছর পর কামব্যাক, কাঁপাচ্ছে ইন্ডাস্ট্রি! ৫৭ বছরে শাহরুখের পরিশ্রম লজ্জায় ফেলবে কচি তারকাদের

ইচ্ছা, মনের জোর, পরিশ্রম, জেদ, কাজের প্রতি ভালোবাসা থাকলে যত বাঁধাই আসুক না কেন সব কাজেই সফলতা পাওয়া যায়। সেই সফলতা যিনি দেখিয়েছেন তিনি হলেন

Saranna

shahrukh khan comeback after 4 years after pathaan ready to make blockbuster

ইচ্ছা, মনের জোর, পরিশ্রম, জেদ, কাজের প্রতি ভালোবাসা থাকলে যত বাঁধাই আসুক না কেন সব কাজেই সফলতা পাওয়া যায়। সেই সফলতা যিনি দেখিয়েছেন তিনি হলেন বলিউডের কিং শাহরুখ খান (Shah Rukh Khan)। নিজের অক্লান্ত পরিশ্রমে আজ তিনি বলিউডের বাদশাহ হয়ে উঠেছেন। তবে  জনপ্রিয়তার শিখরে পৌঁছানোর এই যাত্রাপথ মোটেই শুরু থেকে মসৃণ ছিল না। জীবনে এসেছে অনেক ব্যর্থতা।

আজ বলিউডের দৌলতে কোটি কোটি টাকার মালিক শাহরুখ এখন । তবে একটা সময় এমন দিন গেছে স্কুলের মাইনে দেওয়ার ক্ষমতা পর্যন্ত ছিল না। মাইনে না দেওয়ায় তাঁকে স্কুল থেকে তাড়িয়ে পর্যন্ত দেওয়া হয়েছিল। বিছানার তলায় খুচরো পয়সা ছিল, সেগুলো জমিয়ে জমিয়ে নিয়ে গিয়ে স্কুলের মাইনে দিয়ে আবার ভর্তি হন। এভাবেই ছোট থেকে সংগ্রাম শুরু হয়েছিল আজকের বাদশাহর।

shahrukh khan comeback with pathaan after 4 years

তবে এখন পরিস্থিতি পুরো পাল্টে গেছে, এখন তিনি একটা ছবির থেকেই কয়েকশো কোটি টাকা আয় করছেন। তাঁর অনুরাগীর সংখ্যাও বিশাল। কেউ তাঁকে বলিউড বাদশা বলে ডাকেন, কেউ বা আবার কিং খান। তাঁর ছবি এতটাই জনপ্রিয় হয় যে, আট থেকে আশি সকলেই মুখিয়ে থাকেন তাঁর ছবি দেখার জন্য। তাঁর মনমুগ্ধকর রোমান্স কিংবা অ্যাকসন দেখার জন্য সকলেই আগ্রহী। তাই তো তাঁর নামের আগে বাদশা কিংবা কিং খান বসানো হয়।

তবে দীর্ঘদিন বলিউডে শাহরুখ খানের নতুন সিনেমা আসেনি। সেই ২০১৮ এর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল শারহুখ অভিনীত ‘জিরো’ ছবি। একজন বামন মানুষের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। এই ছবি সেভাবে সফল হয়নি বক্স অফিসে, এককথায় ফ্লপের  বলা যেতে পারে। এই ছবির পর বিরতি নিয়েছিলেন কয়েক বছর। তাছাড়া মাঝে করোনা মহামারীর জেরে বলিউড ইন্ডাস্ট্রি যেন থমকে গিয়েছিল।

shahrukh khan body at 57 years

তবে সম্প্রতি নতুন লুকে নতুন ছবি ‘পাঠান’ (Pathaan) এ ফিরছেন বাদশাহ। এই ছবিতে তাঁকে দেখা গেল অ্যাকশন হিরো হিসেবে। ৫৭ বছর বয়সে এসে এই ছবির মধ্যে দিয়ে তিনি কিং খানের সার্থকতা প্রকাশ করলেন। ছবির প্রথম পোস্টের থেকে টিজার ভিডিও সবই রিলিজ হওয়া মাত্রই সুপারহিট।

এই ছবির লুক প্রকাশ্যে আসতেই দর্শকরা রীতিমতো অবাক। এই ৫৭ তে এমন লুক? দর্শকরা ভাবছেন। এই লুকের রহস্য এবার প্রকাশ্যে এল। ওই যে জিরো ছবির পর তাঁকে আর দেখা যায়নি, কেন দেখা যায়নি জানেন? নিজেকে নতুন ভাবে তৈরি করছিলেন। সার্কিট ট্রেনিং এবং কার্ডিয়ো ওয়ার্কআউট এর মাধ্যমে কঠোর পরিশ্রমের দ্বারা নিজেকে নতুন ভাবে পুরানো গতানুগতিক চরিত্রকে ছুরে ফেলে দিয়ে একবারে নতুন ভাবে অ্যাকশনিক হিরো হিসেবে পদার্পণ করলেন।

এই ওয়ার্কআউট করতে করতে পেশি তে চোট লাগে, তবুও তিনি পিছিয়ে যাননি। ওই যে ব্যর্থতার পরেই আসে সফলতা। দুবছর ধরে এরকম কঠোর পরিশ্রমের ফলে এমন চেহারা, যা আমরা দেখতে পাচ্ছি পাঠান ছবিতে। তবে শুধু পাঠান নয় এবার একেরপর এক ব্লকবাস্টার হিট দেওয়ার জন্য প্রস্তুত শাহরুখ খান। অপেক্ষা শুধু সময়ের।

× close ad