সেকি কান্ড, হটাৎ ন্যাড়া উচ্ছেবাবু থেকে টুকাইবাবু! সিরিয়ালের এই ৫ নায়কের ছবি ভাইরাল নেটপাড়ায়

বিনোদন মানেই এখন ঘরে ঘরে সিরিয়াল (Serial)। বাংলা হোক অথবা হিন্দি দিন দিন সিরিয়ালের জনপ্রিয়তা বেশ উর্দ্ধমুখী। ফেইসবুক খুললেই বিভিন্ন রকমের ফ্যান পেজ চোখে পড়বে।

Nandini

bengali serial mithai ucchebabu to tukai babu abhi actors edited bald photo viral on internet

বিনোদন মানেই এখন ঘরে ঘরে সিরিয়াল (Serial)। বাংলা হোক অথবা হিন্দি দিন দিন সিরিয়ালের জনপ্রিয়তা বেশ উর্দ্ধমুখী। ফেইসবুক খুললেই বিভিন্ন রকমের ফ্যান পেজ চোখে পড়বে। কখনও নির্দিষ্ট কোনো জুটিকে নিয়ে আবার কখনও সব ধারাবাহিককে নিয়ে নিয়মিত পোস্ট ও জোরদার আলোচনা চলে পেজ গুলির মাধ্যমে। বর্তমানে এরকম একাধিক পেজ লক্ষ্য করা যায়।

এরই মাঝে সম্প্রতি একটি ফ্যান গ্রুপে ধারাবাহিকের নায়কদের কিছু ছবি নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়েছে। এই ছবিগুলি দেখে দর্শক যেমন মজা পেয়েছেন কিছু দর্শক তেমনই বেশ ক্ষুব্ধ হয়েছেন প্রিয় অভিনেতাদের এমন ছবি দেখে। আসলে ওই ফ্যান পেজে সিরিয়ালের অভিনেতাদের (Serial actors) ছবিগুলি এডিট করে তাদের প্রত্যেককে ন্যাড়া করে দেওয়া হয়েছে। যার ফলে তাদের ছবিগুলি বেশ বিচিত্র দেখাচ্ছে। এমনটা হয়তো অনেকেই কল্পনাও করেননি কখনও।

সিরিয়ালের অভিনেতাদের ন্যাড়া মাথার ছবি :

mithai serial sidharth actor adrit roy

সিদ্ধার্থ (Siddharth) : জী বাংলার ‘মিঠাই’ সিরিয়ালের অভিনেতা সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায় (Adrit Roy)। এই অভিনেতা বাংলার অসংখ্য মহিলা ভক্তের ক্রাশ। সেই অভিনেতা যদি হটাৎ করে ন্যাড়া হয়ে যান তাহলে কেমন দেখতে লাগবে? রইল সেই ছবি।

mithai serial rudra da actor fahim mirza

রুদ্র (Rudra) : মিঠাই সিরিয়ালের অপর এক গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় অভিনেতা রুদ্র চরিত্রে অভিনয়কারী অভিনেতা ফাহিম মিরাজ (Fahim Mirza)। বর্তমানে তিনি কুশল নামের এক চরিত্রে পিলু ধারাবাহিকে কাজ করছেন। এই অভিনেতারও ভক্তসংখ্যা প্রচুর। এই অভিনেতার ন্যাড়া মাথার ছবি কেমন লাগবে? রইল ছবি।

uma abhi actor neel bhattacharya

অভিমন্যু (Abhimanyu) : সম্প্রতি, জী বাংলার শেষ হওয়া ধারাবাহিক ‘উমা’র জনপ্রিয় অভিনেতা অভিমন্যু অর্থাৎ অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। তাকেও ন্যাড়া করে দেওয়া হয়েছে ছবিতে। শুধু উমা নয় এর আগে অভিনেতা কৃষ্ণকলি ধারাবাহিকেও নিখিলের চরিত্রে দর্শকের মন করেছেন। এই অভিনেতার ন্যাড়া মাথার ছবি কেমন লাগবে? রইল ছবি।

ei path jodi na sesh hoi satyaki actor writhik mukherjee

সাত্যকি (Satyaki) : জী বাংলার অপর এক জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। এই ধারাবাহিকে সাত্যকির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)। অভিনেতার অভিনয় যেমন সুন্দর। অভিনেতাকে দেখতেও বেশ সুন্দর। তবে ন্যাড়া মাথায় এই অভিনেতার ছবি কেমন লাগবে? তা দেখে নিন, রইল ছবি।

gatchhora kunal actor riyaz laskar

কুনাল (Kunal) : স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল গাঁটছড়ার অপর এক অভিনেতা হলেন কুনাল অর্থাৎ অভিনেতা রিয়াজ লস্কর (Riyaz Laskar)। এই অভিনেতা ধারাবাহিকের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় মুখ। এই অভিনেতার ন্যাড়া মাথার ছবি কেমন লাগবে তা হয়তো অনেক অনুরাগী ভেবেই দেখেননি কখনও। রইল ছবি।

× close ad