এখন সমস্ত ধারাবাহিক গুলোই ক্ষণস্থায়ী, কোনো ধারাবাহিকের আয়ু ৩ মাস, আবার কোনোটা ৫ মাস। এইভাবেই চলছে ধারাবাহিক গুলো। এই তো স্টার জলসায় শেষ হচ্ছে ‘নবাব নন্দিনী’, আবার কালার্স বাংলায় শেষ হচ্ছে ‘ক্যানিং এর মিনু’ । এখনো পর্যন্ত জি বাংলার কোন ধারাবাহিক শেষ হচ্ছে তা জানা যায়নি, তবে জানা যাচ্ছে, জি বাংলায় আসতে চলেছে নতুন এক ধারাবাহিক।
কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে ‘মাধবীলতা’ খ্যাত অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া (Shrabani Bhunia) জুটি বাঁধছেন মন ফাগুন খ্যাত অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের সাথে। আবার কখনো শোনা যায়, সৈয়দ আরেফিনের সঙ্গে জুটি বাঁধছেন। কিন্তু এই যে শোনা খবর সবটাই ভু্ঁয়ো। কারণ তিনি জুটি বাঁধছেন এক নতুন নায়কের সাথে। কে সেই নায়ক তা জানা যায়নি।
তবে এটুকু জানা গেছে, নতুন ধারাবাহিকের নাম হল ‘মুকুট’। ব্লুজ প্রোডাকশনের হাত ধরে আসতে চলেছে এই ধারাবাহিক। পাশাপাশি এও শোনা যাচ্ছে, জি বাংলার নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’ শেষ হয়ে যাবে। তার পরিবর্তে জায়গা নেবে এই নতুন ধারাবাহিক। এখনো অফিশিয়ালি কিছু জানা যায়নি। এর আগে অভিনেত্রীকে দেখা গিয়েছিল, ‘রাখি বন্ধন’, ‘কণক কাঁকন’,‘জীবনসাথী’, ‘মাধবীলতা’ প্রভৃতি ধারাবাহিকে।
তবে মাধবীলতা ছিল শেষ ধারাবাহিক। টিআরপির অভাবে মাত্র তিন মাসেই বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। এটাও ছিল ব্লুজ প্রোডাকশনের পরিচালিত ধারাবাহিক। এবারেও একই প্রোডাকশনের হাত ধরে আসছেন জি বাংলায়। তবে সবটা বিস্তারিত এখনো জানা যায়নি। উল্লেখ্য, একজন দক্ষ অভিনেত্রীর পাশাপাশি ক্ল্যাসিক্যাল নৃত্যশিল্পী শ্রাবণী।
ছোটবেলা থেকেই তিনি নাচ শিখেছেন। অনেকেই তাঁর নাচের আপত্তি জানিয়েছেন, কিন্তু এই নাচের বিষয়ে একমাত্র তাঁর মা তাঁকে সহযোগিতা করেছেন। অনেক মঞ্চে শো করেছেন। তিনি রবীন্দ্রভারতী থেকে জুওলজি বিষয়ে স্নাতক হন, সেখানে পড়াকালীন তাঁর কাছে অভিনয়ের সুযোগ আসে । এরপরই তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। ২০১৬ থেকে শুরু হয় অভিনয় যাত্রা