স্টার জলসায় আবারও আসছে এক নতুন ধারাবাহিক, ফিরবেন ‘গুড্ডি’ অভিনেত্রী শ্যামোপ্তি

স্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলা এই দুই চ্যানেলে নতুন বছরে অনেকগুলো বাংলা ধারাবাহিক (Bengali Serial) এসেছে। নতুন ধারাবাহিক গুলো এনে তারা ক্ষান্ত নয়,

Saranna

shyamoupti mudly come back with new serial in star jalsha

স্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলা এই দুই চ্যানেলে নতুন বছরে অনেকগুলো বাংলা ধারাবাহিক (Bengali Serial) এসেছে। নতুন ধারাবাহিক গুলো এনে তারা ক্ষান্ত নয়, আরও নতুন ধারাবাহিক আসতে চলেছে। ইতিমধ্যেই জি বাংলায় চলে এসেছে নতুন ধারাবাহিকের প্রোমো। জি বাংলায় এসে গেছে যখন স্টার জলসায় বা পিছিয়ে থাকবে কেন? স্টার জলসাও আনতে চলেছে নতুন ধারাবাহিক। 

সকলেই জানি ধারাবাহিকের শেষ কথা টিআরপি। যার টিআরপি যত বেশি তার আয়ু তত বেশি। আর তাই দেখা হচ্ছে কোন ধারাবাহিকের টিআরপি কম, তাকে  সরিয়ে দিয়ে আনা হবে নতুন ধারাবাহিক। আর এই কাজটাই করতে চলেছে স্টার জলসা। শোনা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশপাশে থাকলে’ তেমন পসার জমাতে পারেনি। 

in guddi serial netizen praised shyamoupti

ধারাবাহিকের কাহিনীতে একটু ভৌতিক ব্যাপার থাকলেও ঠিক যেন জমে উঠতে পারেনি।  আসলে জি বাংলার নিম ফুলের মধু এতটাই শক্তিশালী যে তুমি আশেপাশে থাকলে ওই ধারাবাহিককে কাবু করতে পারেনি আর তাই টিআরপি তালিকায় মুখ থুবড়ে পড়ে।  নিম ফুলের মধু কোথায় এক থেকে পাঁচের মধ্যে, আর এই ধারাবাহিকের টিকিও পাওয়া যায়না।

আরও পড়ুনঃ ভিক্ষা করেই বড়লোক, ভিখিরি নং ১ হল মৌমিতা! পর্ব দেখে হাসি থামছেনা দর্শকদের

তাই জানা যাচ্ছে যে এই ধারাবাহিকটি শেষ করে দিয়ে নতুন ধারাবাহিক আনা হবে এই স্লটে। আর তাহলে তুমি আশেপাশে থাকলে কি শেষ হয়ে যাবে? শোনা যাচ্ছে শেষ নাও হতে পারে। হয়ত স্লট বদল ঘটবে। কিন্তু কি সেই নতুন ধারাবাহিক তা জানা যায়নি। তবে শোনা গেছে ধারাবাহিকের কাস্টিং সম্পর্কে। এই ধারাবাহিকে নাকি লিড চরিত্রে দেখা যাবে ‘গুড্ডি’ ধারাবাহিক খ্যাত নায়িকা।

অর্থাৎ অভিনেত্রী শ্যামোপ্তি মুদলি(Shyamoupti Mudly)কে। আর নায়কের চরিত্রে দেখা যাবে বাংলা মিডিয়াম খ্যাত অভিনেতা নীল ব্যানার্জীকে। এই ধারাবাহিকের প্রোডাকশনের দায়িত্বে রয়েছেন ব্লুজ প্রোডাকশন। প্রোমো শ্যুট হবে এই মাসের মধ্যেই। পরের মাসে সকলের সামনে আসবে ধারাবাহিকের প্রথম ঝলক। সকলেই অপেক্ষায় রয়েছেন দর্শকদের জন্য কি নতুন চমক আসতে চলেছে।

× close ad