মানুষের ভালোবাসা ভুল নয়, আবারও প্রমান দিলেন গায়ক! অরিজিৎ সিং-এর কীর্তিতে সরগরম নেটপাড়া

আমাদের কাছে সবথেকে জনপ্রিয় একজন গায়ক হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। যেমন সুরেলা কন্ঠস্বর, তেমনই তাঁর স্বভাব বৈচিত্র। কে বলবে এই মানুষটি কোটি টাকার মালিক,

Saranna

singer arijit singh once again proved how down to earth he is

আমাদের কাছে সবথেকে জনপ্রিয় একজন গায়ক হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। যেমন সুরেলা কন্ঠস্বর, তেমনই তাঁর স্বভাব বৈচিত্র। কে বলবে এই মানুষটি কোটি টাকার মালিক, এই মানুষটি সেলেব্রেটি। তাঁকে দেখে বোঝায় না। তাঁর পরিচয় একজন সাধারণ মানুষ। নেই পোশাকের আভিজাত্য, নেই টাকার অহংকার, সবার সাথেই সাবলীল। তিনি সেলেব্রেটি বলে যে সবার উপরে থাকবেন তা কিন্তু নয়। মাটির সাথেই ভেসে যেতে পছন্দ করেন। আর এরকমই একটি বৈচিত্র্য আবারও এল শিরোনামে।

আমরা সাধারণত দেখি, কোথাও ভ্রমণ করতে গেলে সেলেব্রেটিরা তাদের প্রাইভেট গাড়ি করে যান। শুধু ভ্রমণ নয়, কোনো কনসার্টে গেলেও তাই করেন। কিন্তু এই মাটির মানুষটি সেটা না করে, সাধারণ মানুষ এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেভাবে যাতায়াত করেন, সেইভাবেই যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করলেন। ৪ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় অরিজিৎ সিংয়ের একটি শো ছিল।

fan walk 220 km for 7 days to meet arijit singh1

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই কনসার্ট রয়েছে। আর এই কনসার্টে যাওয়ার জন্য কোনো প্রাইভেট গাড়ি বা হেলিকপ্টার ব্যবহার করেননি। বরং বেছে নিয়েছিলেন ট্রেন পথকেই। জিয়াগঞ্জ থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য তিনি বাহন হিসেবে ব্যবহার করেছেন ট্রেনকে। যেহেতু এই মানুষটি সবার পছন্দের, তাই তিনি উত্তরবঙ্গে আসবেন বলে, তাঁর প্রত্যেকটি ভক্ত উদগ্রীব, তাঁকে দেখার জন্য।

বুধবার রাত ২:৩০ নাগাদ তিস্তা তোর্সা এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি স্টেশনে অবতারণ করেন। পরনে রয়েছে, জলপাইরঙা হুডি, মাথা ঢাকা , মুখে মাস্ক। তাঁকে দেখার জন্য উত্তরবঙ্গের মানুষ ফোন হাতে ক্যামেরা হাতে ভিড় জমিয়েছেন। মানুষদের দেখে মুখের মাস্ক খুলে একেবারে মিসে গেলেন সাধারণ মানুষদের সাথে। কি অমায়িক দৃশ্য।


এক অনুরাগী তাঁর এই সাধারণতা দেখে লিখেছেন, ‘এই মানুষটাকে যতবারই দেখি ততবারই মনের মধ্যে কৌতুহল জেগে যায়। এতই সাধারণ যে তিনি সাধারণ মানুষের মধ্যে ট্রেনে করে আসলেন শিলিগুড়িতে, অরিজিৎ স্যার পারত ফ্লাইটে করে আসতে, কিন্তু এটা করেনি। আপনার কাছ থেকে আমাদের অনেক শেখার আছে’। আর একজন লিখেছেন, ‘তুমি মানুষের জন্য সেটা প্রমান হলো, জনসাধারণের টাকাতে জেট চড়ে আসোনি। এলে সাধারণের মতো ট্রেনে চড়ে মানুষের দরবারে’।

× close ad