‘আমি অন্যায় কিছু দেখতে……’! টলিপাড়ায় ‘ফেভারিটিজম’ নিয়ে মুখ খুললেন পর্দার বিপাশা

Sneha Chatterjee : টলিউডের স্পষ্টবাদী নায়িকা হিসেবে যারা পরিচিত, তাদের মধ্যে উল্লেখযোগ্য জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন স্নেহা চ্যাটার্জী (Sneha Chatterjee)। মুখ্য চরিত্রে সবসময় তাঁকে দেখা

Saranna

sneha chatterjee openup about industries favoritism

Sneha Chatterjee : টলিউডের স্পষ্টবাদী নায়িকা হিসেবে যারা পরিচিত, তাদের মধ্যে উল্লেখযোগ্য জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন স্নেহা চ্যাটার্জী (Sneha Chatterjee)। মুখ্য চরিত্রে সবসময় তাঁকে দেখা যায়না, তবে  পার্শ্ব চরিত্রে অভিনয় করেই তিনি খুব সফল। প্রথম থেকেই ইচ্ছা ছিল অভিনয় করার। কিন্তু কখনো ভাবেননি যে নায়িকা হবেন। নায়িকা হননি বলে কোনো আফসোসও নেই। তিনি এতেই খুশি। বর্তমানে অভিনয় করছেন জি বাংলায় (Zee Bangla)

জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha)তে আছেন অভিনেত্রী। এই ধারাবাহিকে তাঁকে দেখা গেছে স্পষ্টবাদী চরিত্রে। অনেকেই তাঁর এই চরিত্র দেখে প্রশংসা করেছেন। এই অভিনেত্রী বাস্তবেও স্পষ্টবাদী। আর তাই  স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন। স্টার জলসার ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল অভিনয় যাত্রা। এরপর একে একে অভিনয় করেন সুবর্ণলতা, সাত পাকে বাঁধা, জল নূপুর, ভুতু তে।

nakshi katha serial rohini sneha chatterjee

এছাড়াও বিকেলে ভোরের ফুল, নকশি কাঁথা, কুসুম দোলা সহ আরও অনেক ধারাবাহিকে অভিনয় করেন। শুধু ছোটো পর্দা নয়, অভিনয় করেছেন চলচ্চিত্র এবং সিরিজে। তাঁর ঝুলিতে রয়েছে, শুধু তোমারই জন্য, ধর্মযুদ্ধ, মিতিনমাসি সহ অনেক সিনেমাই। তবে তাঁকে বর্তমানে জনপ্রিয়তা দিয়েছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজের লছমি চরিত্র। ধারাবাহিক থেকে বড় পর্দা, বড়পর্দা থেকে সিরিজ।

খল চরিত্র থেকে পজিটিভ চরিত্র। তাঁর কেরিয়ারের এত বিবর্তনের পর স্বীকার করলেন টলিপাড়ায় স্বজনপোষণ আছে। আর সেটা কোনো অন্যায়ের নয়। এ প্রসঙ্গে তিনি জানান, ‘ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার পর জেনেছিলাম এখানে ফেভারিটিজ়ম থাকে। এটা কোনো অন্যায়ের নয়। কিন্তু এখন যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি, সেখানে দেখেছি প্রত্যেক হাউজ একটা করে আর্টিস্ট ব্যাঙ্কিং নিয়ে কাজ করে।

is actress kuyasha biswas leave kar kache koi moner kotha serial ask audience

আর তাই হাউজের সঙ্গে আর্টিস্টদের ডেট শেয়ারিংয়ে সমস্যা হয়। আর তখনই একটা অপ্রীতিকর সমস্যা হয়।’ অভিনেত্রীর আরও সংযোজন, ‘আমাদের মানুষে মানুষেও ফেভারিটিজ়ম থাকে। আমি একজনকে ভালোবাসি, অন্য জনকে ভালোবাসিনা। এই ঘটনা প্রযোজক-অভিনেতার মধ্যেও হয়। তাই এটা নিয়ে নেগেটিভ চিন্তা করিনা। আমার মনে হয় এসবের থেকে কাজটাই আসল’।

× close ad