গসিপবিনোদনসিরিয়াল

দোষীকে ধরতে মর্তে নেমে এলেন মা ‘স্বরস্বতী’! ‘সোহাগ জলে’র প্রোমো দেখে হাসি থামছেনা দর্শকের

 সবার জীবনেই নতুন বছর মানে একটা স্পেশ্যাল কিছু। গত বছরের পুরানো যা কিছু ছিল, সেগুলোকে বিসর্জন দিয়ে, একটা নতুনের আগমন। আর এই নতুনের আগমনের সাথে সাথে, বাংলার ধারাবাহিক চ্যানেল গুলোও, তার খেল দেখিয়েছে, তারাও এনেছে, নিত্য নতুন ধারাবাহিক। সেরকমই জি বাংলায় (Zee Bangla) নতুন বছরে এসেছে অনেক ধারাবাহিক। যার মধ্যে উল্লেখযোগ্য একটি ধারাবাহিক হল ‘সোহাগ জল’ (Sohag Jol)।

এই ধারাবাহিকের সাম্প্রতিক কাহিনী অনুসারে জুঁই এর দাদাকে খোঁজা হচ্ছে, কিন্তু তাঁর খোঁজ কেউ পাচ্ছে না। আর তাই দাদাকে খোঁজার জন্য জুঁই আঁটল  নতুন ফন্দি। শ্বেতা ভট্টাচার্য এবং হানি বাফনা অভিনীত এই নতুন ধারাবাহিক শুরু থেকেই একটা বিচ্ছেদের গল্প বলেছে। প্রোমো তেও দেখা গিয়েছিল বিচ্ছেদের সুর। আর ধারাবাহিক শুরুতেও দেখা গেছে একটা বিচ্ছেদের সুর।

sohag jol new promo

ধারাবাহিকের কাহিনী অনুযায়ী শুভ্র বিয়ে করে জুঁইকে  একটা জমির বিনিময়ে। জুঁই এর দাদা কিছু টাকা নেয়, আর বলে এই জমির জন্য জুঁইকে বিয়ে করতে হবে। শুভ্র তাতে রাজি হয়ে যায়। এক বছরের চুক্তিতে তাদের বিয়ে হয়। কিন্তু অষ্টমঙ্গলায় এসে জুঁই আর শুভ্র দেখে জুঁই এর দাদা সব টাকা বাড়িতে চাবি দিয়ে লম্পট দেয়। এরপর অনেক জল বয়ে যায়। কিছুতেই জুঁই এর দাদাকে ধরতে পারে না।

কিন্তু এর পিছনে রয়েছে শুভ্রর দাদা। তবে সব দোষ গিয়ে পড়ে শুভ্রর উপর। শুভ্রর দাদা যে আসল দোষী, তা প্রমাণ করার জন্য চায় উপযুক্ত প্রমাণ। কিন্তু সে প্রমাণ পাবে কোথায়? শুভ্রকে নির্দোষ প্রমাণের জন্য দরকার জুঁই এর দাদা জয়শংকর পাল চৌধুরীকে। আর তাকে ধরার জন্য জুঁই নতুন ফন্দি আঁটল। 

জুঁই শুভ্রকে জানায়, আর ধাওয়া করবে না তার দাদাকে। সে বলে ‘শিকারকে আমাদের কাছে আনতে হবে’ । এরপর শুভ্র বলে, ‘আমরা পায়ের উপর পা তুলে বসে থাকব, আর ভগবান আপনার দাদাকে আমাদের কাছে নিয়ে আসবে’। জুঁই জানায়, ‘ঠিক তাই, এবার যা করবেন মা সরস্বতীই করবেন’। এরপরই দেখা যায় জুঁই সরস্বতীর বেশ ধরে বীণা হাতে দাঁড়িয়ে। এবার দেখা যাক কি হয়। আগামী পর্বেই মিলবে পরবর্তী ঘটনা। 

1Minutenewz Google News Subscribe
Back to top button