আমরা টিভির পর্দায় যেসব সম্পর্ক দেখি, সেগুলো দেখে মনে হয় এরা বাস্তবেও এরকম। পর্দায় যেসব ভাই বোনের খুনসুটি দেখি, অফ ক্যামেরাতেও তারা একে অপরের সাথে এমন খুনসুটি করে। এরকম ভাবতে থাকি। আবার অন স্ক্রিনের নায়ক-নায়িকার প্রেমের আবহ অফি স্ক্রিনেও থাকে। এমনটা অনুরাগীরা ভাবেন। কিন্তু অনেক সময় তা হয়না। অফ স্ক্রিন আর অন স্ক্রিনের অনেক তফাৎ লক্ষ্য করা যায়।
জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিক সকলেরই বেশ পছন্দের ধারাবাহিক। আর ধারাবাহিকে সবচেয়ে বেশি পছন্দের শিল্পী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। ২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিক। একটানা ৫২ সপ্তাহ ধরে এই ধারাবাহিক বেঙ্গল টপার। বর্তমানে আর দেখা যায়না টিআরপিতে, তবে প্রথম দিনের মতোই মিঠাই আর সিডের অনস্ক্রিন কেমিস্ট্রি বেশ ভালোই জমজমাট।
দর্শকরা এই কেমিস্ট্রি দেখে বেশ আপ্লুত। কিন্তু পর্দায় এত সুন্দর কেমিস্ট্রি, অফ স্ক্রিনে কি এই কেমিস্ট্রি বর্তমান? কি বললেন মিঠাই রানী । মিঠাই আর আদৃতের সম্পর্ক খুব একটা ভালো নয়। শোনা গিয়েছে ধারাবাহিকের আর এক অভিনেত্রী কৌশাম্বিকে নিয়ে মিঠাই আর আদৃতের সম্পর্কে অনেক ঝামেলা হয়।
এও শোনা গিয়েছে দুজনের নাকি কথা বন্ধ। এ প্রসঙ্গে সৌমিতৃষা জানিয়েছেন, ‘চর্চার শেষ নেই, যত চর্চা হবে ততই ভালো। আমার জন্য এবং আদৃতের জন্য। আমরা যেমন ভালো বন্ধু ছিলাম আছি আর থাকব’। খুব শীঘ্রই শেষ হতে চলেছে মিঠাই। ৩০ ও ৩১ মে হবে শেষ দিনের শ্যুট। কোমরে চোট পেয়েছিলেন সৌমিতৃষা। তার জন্য ১২ দিনের ছুটি নিয়েছিলেন, কিন্তু শ্যুটিং শেষ হওয়ার কারণে খুব তাড়াতাড়ি সেটে ফিরবেন।
এতদিনের একটা কাজ এরকম শেষ হয়ে যাওয়ায় তিনি সকলকে মিস করবেন, প্রত্যেকটা দেওয়াল মিস করবেন। উল্লেখ্য, মিঠাই ধারাবাহিকের জায়গায় আসছে নতুন ধারাবাহিক ফুলকি। সম্প্রতি সামনে এসেছে ফুলকির প্রোমো। নায়িকার চরিত্রে অভিনয় করবেন দিব্যানি মণ্ডল, আর তাঁর বিপরীতে থাকবেন অভিষেক বসু। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে এই ধারাবাহিক।