Soumitrisha Kundu : ছোটপর্দায় বাংলা সিরিয়ালের (Bengali Serial) মধ্যে দিয়ে শুরু হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) জয়যাত্রা। কিন্তু এখন তিনি ছোটো পর্দা ছাপিয়ে পৌঁছে গেছেন বড় পর্দায়। ছোটো পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী কি আর ফিরবেন ছোটো পর্দায়? এই প্রশ্নের উত্তরের খোঁজে রয়েছেন অনেকেই। আর তারই ইঙ্গিত দিলেন অভিনেত্রী। সৌমিতৃষা কুন্ডু ‘মিঠাই’ ধারাবাহিকের আগে অনেক ধারাবাহিকে কাজ করেছেন।
কিন্তু মিঠাই এর মতো জনপ্রিয়তা আর কোনো ধারাবাহিক থেকে পাননি। মিঠাই চরিত্রের অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছিল। এখনো দর্শকরা ভুলতে পারেননি তাঁর অভিনয়। শুধু মিঠাই নয়, মিঠাই ধারাবাহিকে আরও একটা চরিত্র ছিল মিঠি। সেই চরিত্রে অভিনয় করেও তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন । একই অঙ্গে দুই রূপের অভিনয় সকলের মন ছুয়ে গেছে।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, সেখানে দেখা গেছে একদম ওয়েস্টার্ন লুকে, হুবহু মিঠির রূপে। পরনে রয়েছে কালো রঙের ড্রেস, চুল কোঁকড়ানো একেবারে বোল্ড লুকে আবির্ভাব হয়েছেন। তাঁর এই রূপ দেখে সকলেরই প্রশ্ন আবার কি মিঠি চরিত্রে ফিরবেন অভিনেত্রী? তার উত্তর মেলেনি। তবে হতেও পারে।
কারণ মিঠাই এর লুকটা অনেকটা সময় ধরে দর্শকদের কাছে ছিল, আর মিঠি চরিত্রটা খুব কম সময় দর্শকদের কাছে এসেছিল, কিন্তু তা সত্ত্বেও দর্শকদের মন ছুয়ে গিয়েছিল। সবার মিঠির প্রতি দুর্বলতা তৈরী হয়েছিল। তাই আবার যদি মিঠি ফেরে তাহলে মন্দ হত না। উল্লেখ্য, সবে শেষ হয়েছে প্রধান এর শ্যুটিং।
২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। আর তার সাথে সাথেই এসে পৌঁছেছে নতুন আরও একটা ছবির অফার। এর মাঝেই শোনা গেছে আসছে মিঠাই ২। মিঠাই ২ এর অফার এলে তিনি কাজ করবেন না বলে জানিয়েছিলেন। কারণ এখন তিনি ছোটো পর্দায় কাজ করতে চান না। ছোটো পর্দার মিঠাই ইমেজ থেকে বের হয়ে দর্শকদের কাছে নতুন ভাবে আসতে চান সৌমিতৃষা।