বাংলার মহারাজা একজন তিনি হলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। প্রতিটি বাঙালি মহিলার হার্টথ্রব। শুধু মহিলা বলা ভুল হবে, এই একটা মানুষ যিনি মহিলা -পুরুষ নির্বিশেষে সকলেরই নয়নের মণি। তাঁর কথা বলার ভঙ্গি, তাঁর খেলার ভঙ্গি, তাঁর হাঁটা চলার ভঙ্গিতে মোহিত গোটা বিশ্বের মানুষ। তাই তো একটিবার সামনাসামনি দাদার স্পর্শে আসার জন্য দাদির সঞ্চালিত রিয়েলিটি শোয়ে আসার জন্য সকলেই মুখিয়ে থাকেন।
শুধু দাদা জনপ্রিয় নন। দাদার স্ত্রী ডোনা গাঙ্গুলীও (Dona Ganguly) বেশ জনপ্রিয় মানুষ। তিনি একজন ওডিশি নৃত্যশিল্পী। দীক্ষা মঞ্জরী নামে একটি নৃত্য গোষ্ঠী রয়েছে। শুধু দেশে নয়, দেশের বাইরে বিদেশেও পাড়ি দিয়েছে এই নৃত্য গোষ্ঠী। অতটা বেশি লাইমলাইটে আসেননা। আর যখন সবার সামনে আসেন, অনেকটা ছিমছাম সাধারণ লুকে সকলের সামনে আসেন। দেখে মনেই হবেনা মহারাজার স্ত্রী। ডোনা গাঙ্গুলীকে দেখা যায় নাচের বিচারক হিসেবে।
সেই মত, স্টার জলসার একটি জনপ্রিয় নাচের রিয়েলিটি শো হল, ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ (Dance Dance junior season 3)। এই রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে একসঙ্গে বসেছেন দেব ও রুক্মিণী । এছাড়াও রয়েছেন মনামী। আর মেন্টর হিসেবে আছেন তৃণা সাহা, দিপান্বিতা রক্ষিত ও অভিষেক বসু । আর সঞ্চালকের ভূমিকায় দেখা মিলছে, ‘ভাসান বাপি’ তথা অভিনেতা রোহান ভট্টাচার্য।
এই রিয়েলিটি শোয়ের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আসছেন সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলী। খুব সাধারণ লুকে এসেছিলেন । নৃত্যশিল্পী নাচ দেখে বলেন, ‘ভাসান ডান্স হচ্ছে বাঙালির প্যাসান, মহারাজদাও খুব ভালো পারে, যখনই খুব আনন্দিত হয়, তখনই নাচতে শুরু করে দেন’।
উল্লেখ্য, প্রত্যেক বছর দূর্গা পুজো কার্নিভালে পারফরম্যান্স করেন ডোনা গাঙ্গুলীর নৃত্য গোষ্ঠী। দুবছর মহামারীর জেরে কার্নিভালে নাচের অনুষ্ঠান করা হয়নি। কিন্তু এ বছর নাচের আয়োজন করা হয়েছে। সেই সাথে সুন্দর নাচ উপহার দেওয়ার জন্য ডোনা গঙ্গোপাধ্যায়ের ডান্স গ্রুপকে পুরস্কৃত করা হয়েছে।