মিষ্টি ক্যাডবেরীর পর এবার ক্রিম, সৌন্দর্য বাড়াতে বাজারে হাজির স্পেশাল মিঠাই ‘নাইট ক্রিম’

বহু ধারাবাহিকই পৌঁছেছে জনপ্রিয়তার শিখরে। ধারাবাহিকের নায়ক-নায়িকারাও হিট হয়েছে। তবে ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের এর মত জনপ্রিয়তা বোধহয় হাতে গোনা। শুরু থেকেই ধারাবাহিকটি জনপ্রিয়তা পেয়েছে। ধারাবাহিকের

Saranna

mithai night cream came in the market

বহু ধারাবাহিকই পৌঁছেছে জনপ্রিয়তার শিখরে। ধারাবাহিকের নায়ক-নায়িকারাও হিট হয়েছে। তবে ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের এর মত জনপ্রিয়তা বোধহয় হাতে গোনা। শুরু থেকেই ধারাবাহিকটি জনপ্রিয়তা পেয়েছে। ধারাবাহিকের সব চরিত্র জনপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয়তা পেয়েছে নায়ক-নায়িকার নাম। এমনকি তাদের দুজনের কোনো এপিসোডের সুন্দর মুহুর্তের ভিডিও সেটাকে অন্য গানে কাস্টমাইজ করে সবার স্ট্যাটাসে দেখা গেছে।

ধারাবাহিকের নায়ক সিডের উচ্ছেবাবু নামটি সকল অনুরাগীদের বেশ পছন্দের। তাইতো যখন উচ্ছেবাবু নামটি জানা গেল, তখন থেকেই দেখতে পাওয়া গেল উচ্ছেবাবু সন্দেশ, উচ্ছেবাবু মোমো, উচ্ছেবাবু রোল, উচ্ছেবাবু ফুচকা আরও কত কি। যে খাবারের রং সবুজ দেখছে, অনুরাগীরা সেই খাবারের নামের আগে বসাচ্ছেন উচ্ছেবাবু। এতটাই জনপ্রিয় উচ্ছেবাবু। সবাই যেন ভুলেই গেছে সিড নামটা।

mithai soumitrisha kundu's cryptic messege on social media1

সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ছবি, তাতে কি লেখা রয়েছে জানেন? শুনলে অবাক হবেন। একটা নাইট ক্রিমের কভারে লেখা রয়েছে, মিঠাই গোল্ড এইচডি গ্লো নাইট ক্রিম (Mithai gold HD glow night cream)। এই ক্রিম মাখলেই ইনস্ট্যান্ট মিঠাই এর মত গ্লো দেবে। বুঝতেই পারছেন কতটা জনপ্রিয়। আর এই ক্রিমটাও যে বেশ ভালো বিক্রি হবে, তা বলাই বাহুল্য। সবাই তো চাই মিঠাই এর মত স্ক্রিন পেতে। আর তাই তো মিঠাই এর রহস্য নিয়ে হাজির হয়েছেন ক্রিম নির্মাতা।

বর্তমানে টিআরপি যাই হোকনা কেন মিঠাই এর জনপ্রিয়তা এখনও আগের মতই রয়েছে। মিঠাই এর কোলে নতুন অতিথির অপেক্ষায় রয়েছেন সকলেই। সবাই বেশ খুশি, এটাই তো অনুরাগীরা চেয়েছিলেন দীর্ঘ কাল ধরে। আর সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।

mithai night cream

তবে কানাঘুষো শোনা যাচ্ছে শেষ হবে মিঠাই। আর তাই বোধহয় স্লট বদল হয়েছে। আগামী ১৪ই নভেম্বর থেকে মিঠাই দেখানো হবে সন্ধ্যা ৬টার স্লটে। মিঠাই এর জায়গা দখল করতে আসছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। সন্ধ্যা ৬ টার ‘পিলু’ ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে। এবার দেখা যাক, মিঠাই এর ভাগ্য কোথায় দাঁড়ায়।

× close ad