মায়ের কথার প্রতিবাদ করে বৌয়ের পাশে ‘বাবুউউউ’! সৃজনকে দেখে খুশি দর্শক

দর্শকমহলে জনপ্রিয় জি বাংলার (Zee Bangla) একটি ধারাবাহিক হল, ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। এই ধারাবাহিক দর্শকমহলে বেশ জনপ্রিয়। দজ্জাল শাশুড়ির চোখ রাঙানি দেখে

Saranna

srijan stood beside parna and protested to his mother

দর্শকমহলে জনপ্রিয় জি বাংলার (Zee Bangla) একটি ধারাবাহিক হল, ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। এই ধারাবাহিক দর্শকমহলে বেশ জনপ্রিয়। দজ্জাল শাশুড়ির চোখ রাঙানি দেখে দর্শকরা বেশ সমালোচনা করেন ধারাবাহিক নিয়ে, শুধু শাশুড়ি নয়, ভেরুয়া স্বামীর প্রতিবাদহীন মানসিকতা দেখে সকলেই তার নিন্দা করেছে। কিন্তু সময়ের সাথে সাথে তো মানুষের উপলব্ধি, মানসিকতা সব কিছুরই পরিবর্তন হয়। আর ঠিক তাই ঘটল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে।

এই ধারাবাহিকে পর্ণাকে সহ্য করতে পারে না তার শাশুড়ি। এদিকে আবার পর্ণার স্বামী সৃজন পর্ণার প্রতি যেমন দুর্বল তেমনই আবার মাকে ভয় পায়। আর তাই সে মায়ের বিরুদ্ধে কথা বলতে পারেনা। কিন্তু সম্প্রতি দেখা গেল এমন এক ঘটনা যা দেখে সকলেই এবার প্রশংসা করছেন সৃজনের। এতদিন যে সৃজনকে নিয়ে সমালোচনায় মশগুল থাকত সকলে, সেই সৃজন এখন প্রশংসার শিখরে।

srijan support parna

ধারাবাহিক যারা দেখেন তারা সকলেই জানেন, চয়ন জালিয়াতির শিকার হয়, তার থেকে দুস্কৃতিরা নিয়ে নেয় পঞ্চাশ হাজার টাকা। আর সেই জালিয়াতির লোকেদের ধরতে এবং পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করতে ছদ্মবেশে পর্ণা, সৃজন, চয়ন এবং আরও অনেকে মিলে তাদের ধরে ফেলে। সবাইকে পুলিশের হাতে তুলে দেয়।

বাড়ি ফেরার পর, এই ঘটনায় সকলেই খুশি। সকলেই তাদের কাজের বাহবা দিচ্ছেন। এমনকি পুলিশ এসে পঞ্চাশ হাজার টাকাটা উদ্ধার করে তাদের বাড়ি দিয়ে যায়। পুলিশ এসেও তাদের প্রশংসা করে। তবে সবাই খুশি হলেও সৃজনের মা খুশি নয়। পর্ণাকে আবারও কথা শোনায় সৃজনের মা। সে বলে তুমি কি আমার একটাও কথা শুনবে না, তোমার যা হয় হোক, আমার ছেলের যদি কিছু হয়ে যেত তাহলে কি হত?

srijan stood beside parna

তবে এবারে হল উল্টোপুরান। মায়ের এরূপ ব্যবহারে সৃজন প্রতিবাদ করে। এই প্রতিবাদ দেখে পর্ণাও অবাক হয়ে যায়। সেই সাথে দর্শকরাও অবাক হয়ে যায়। এতদিন পর সৃজনের এরূপ উন্নতি দেখে দর্শকরাও সৃজনের প্রশংসা করেছেন। এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা দেখে বলছেন, ‘ এই বার বাবু মানুষ হচ্ছে। মায়ের কোল থেকে বেরিয়ে আয় বাবু নইলে যে বড় হবি না’।

× close ad