অভিনয়ের গুনে ছোট্ট ‘রুপা’ এবার বড় পর্দায়! নতুন যাত্রায় পা দিচ্ছে সৃষ্টি মজুমদার

মানুষের শুরুটা ছোটো দিয়েই হয়। ছোটো ছোটো কাজের মধ্যে দিয়ে মানুষ বড় কাজে পৌঁছে যায়। এটাই যেন পৃথিবীর নিয়ম। আজ যে মানুষটা বিশ্বের সেরা, সেই

Saranna

sristi majumder going to act in upcoming web series nostonir

মানুষের শুরুটা ছোটো দিয়েই হয়। ছোটো ছোটো কাজের মধ্যে দিয়ে মানুষ বড় কাজে পৌঁছে যায়। এটাই যেন পৃথিবীর নিয়ম। আজ যে মানুষটা বিশ্বের সেরা, সেই মানুষটার শুরুটা কিন্তু একদম নীচু থেকেই। এই যেমন একসময় যারা ছোটো পর্দা দিয়ে অভিনয় করেছিল, এখন তাঁরা বড় পর্দায় দাপিয়ে বেড়াচ্ছে। এইরকম দৃষ্টান্ত বহু দেখা যায়।

আজ আর এক ছোটো পর্দার শিশুশিল্পী শুরুটা ছোটো পর্দা দিয়ে করলেও এখন পা দিচ্ছেন ওটিটিতে। স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)র রুপা অর্থাৎ সৃষ্টি মজুমদার (Sristi Majumder) এবার থাকবে ওটিটির পর্দায়। ধারাবাহিকটির মূল ইউএসপির জন্যই এখন টিআরপি তরতরিয়ে বাড়ছে। এই ধারাবাহিকের মূল ইউএসপি বর্তমানে সোনা ও রূপা। দুজনের কথাবার্তা, আচার আচরণ সবটাই মানুষদেরকে আকৃষ্ট করেছে।

sristi majumdar anurager chowa rupa

আর তাই ধারাবাহিকটি এত জনপ্রিয়। ধারাবাহিকের নায়ক নায়িকাকে টেক্কা দিয়েছেন এই দুই খুদে সদস্য। তবে মূল ইউএসপির দুজনের একজন পা দিয়েছেন ওটিটিতে। রূপার চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন, খুদে শিল্পী সৃষ্টি মজুমদার। এই খুদে শিল্পীর অভিনয় বেশ প্রশংসনীয়। এবার সরাসরি সে ওয়েব সিরিজে ডেবিউ করছে। নতুন ওয়েব সিরিজ ‘নষ্টনীড়’-এ দেখা যাবে ছোট্ট রূপাকে।

এই সিরিজে তাঁর মায়ের ভূমিকায় থাকছেন সন্দীপ্তা সেন, আর বাবার ভূমিকায় থাকছেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের কবীর স্যার। এছাড়াও থাকছেন রুকমা রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়। জুন মাসে হইচই এ মুক্তি পাবে এই সিরিজটি। নষ্টনীড়ের কাহিনী হচ্ছে অপর্ণাকে কেন্দ্র করে। এই অপর্ণা একদিকে গৃহবধূ, আবার একদিকে সে প্রতিবাদী। গৃহবধূ বলেই যে সে চুপ করে থাকবে এমনটা নয়।

sristi majumder going to act in web series

পরিবারই তাঁর ধ্যান জ্ঞান। কিন্তু তাঁর জীবন হঠাৎই বদলে যায়। তাঁর স্বামী ঋষভের বিরুদ্ধে আসে ‘মিটু’ (#MeToo) অভিযোগ । সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দেখা যাচ্ছে এই অভিযোগের কথা। আর এই অভিযোগের বশবর্তী স্বামী ঋষভ । তাতেই বদলে যায় অপর্ণার জীবন। গল্পটি লিখেছেন, সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।

× close ad