জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব প্রয়াত

বিখ্যাত হাস্যকৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Srivastava) প্রয়াত হয়েছেন। এই শিল্পীর বয়স হয়েছিল ৫৮ বছর। বিগত ১০ এ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপর তাকে

Nandini

stand up comedian raju srivastava died

বিখ্যাত হাস্যকৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Srivastava) প্রয়াত হয়েছেন। এই শিল্পীর বয়স হয়েছিল ৫৮ বছর। বিগত ১০ এ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপর তাকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (AIIMS) এ ভর্তি করা হয়েছিল। টানা এতদিন হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে অভিনেতার জীবন লড়াই শেষ। সকাল ১০.২০ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ১০ ই আগস্ট তিনি তার প্রতিদিনের অভ্যাস বশত জিম করছিলেন। সেই সময় হটাৎ ট্রেড মিলে থাকাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে তৎক্ষণাৎ তৎপরতার সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কৌতুক শিল্পীর ওই দিন এনজিওপ্লাস্টি করা হয়। তারপর থেকে তিনি ভেন্টিলেশনে ছিলেন।

raju srivastava died

তার শারীরিক অবস্থার উন্নতির বিশেষ কোনো খবর পাওয়া যায়নি। তবে একবার তার জ্ঞান ফেরার খবর পাওয়া গিয়েছিলো। তার পরিবার জানিয়েছিলেন অভিনেতার শারীরিক সামান্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। যেখানে সকলে আশা করছিলেন তিনি সুস্থ হয়ে যাবেন সেখানে সব আশা বদলে গেল নিরাশায়। তিনি আর যুদ্ধ করতে পারেননি। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

২০০৫ সালে প্রথম ‘স্ট্যান্ড আপ কমেডি ট্যালেন্ট শো’ জিতে তিনি নিজের পরিচিতি পেয়েছিলেন। তারপর “ম্যায়নে প্যার কিয়া”, “বাজিগর”, “বোম্বে টু গোয়া” (রিমেক) এবং “আমদানি আথানি খারচা রুপাইয়া” ইত্যাদি ছবিতে কাজও করেছেন। স্ট্যান্ড আপ কমেডি দিয়েই নিজের যাত্রা শুরু করেছিলেন অভিনেতা। একজন কৌতুক শিল্পী হিসাবেই তার পরিচিতি ছিল বিশাল।

আজ তাকে হারিয়ে শিল্প জগৎ আবার একবার অন্ধকারে তলিয়ে গেল। এক উজ্জ্বল নক্ষত্র খসে পড়ল। যে নক্ষত্র সকলের মুখে হাসি ফোটানোর কাজ করতেন। আজ প্রথমবার সকলের চোখ ভরা জলে বিদায় নিলেন তিনি। তার আসন শুন্য করে দিয়ে না ফেরার দেশে পারি দিলেন। তবে অনুরাগীদের প্রার্থনা তিনি যেখানেই থাকুন সবসময় ভালো থাকুন।

Related Post