কিছু মানুষ ধারাবাহিকের নেশায় এতটাই পাগল যে তারা চান সপ্তাহে ৭ দিন ধারাবাহিক হোক। কিন্তু সবারই তো বিরতি দরকার, এমনকি অনেক মানুষ আছেন যারা ধারাবাহিক দেখে বোর হয়ে যান, আর তাই নন ফিকশন শো দেখতে উদগ্রীব হয়ে পড়ে। আর তাদের জন্যই কিছু কিছু ধারাবাহিক সপ্তাহে ৭ দিন এবং কিছু ধারাবাহিক সপ্তাহে ৫ দিন দেখিয়ে শুরু করে দেওয়া হয় নন ফিকশন শো গুলো।
কিন্তু প্রায় বেশিরভাগ সংখ্যক মানুষরাই চান সপ্তাহে ৭ দিন ধারাবাহিক হোক। তাই তাদের ইচ্ছার মান্যতা দিয়ে এবার সপ্তাহে ৭ দিন দেখা যাবে স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিককে। স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। এই ধারাবাহিক বেশ জনপ্রিয় দর্শকমহলে। আর সেই ফলাফল দেখা মেলে ধারাবাহিকের টিআরপি চার্টে।
সম্প্রতি ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। আর সেই কারণেই অনুরাগীরা অপেক্ষা করতে পারেননা। কারণ অনুরাগের ছোঁয়া শুরু হয় রাত ৯:৩০ থেকে। অন্যদিকে শনি ও রবিবার এই সময়ে নন ফিকশন শো দেখা যায়। আর তাই অনুরাগের ছোঁয়ার দেখা মেলে না। সপ্তাহে ৫ দিন দেখা মেলে। কিন্তু অনুরাগীরা চান এই ধারাবাহিক সপ্তাহে ৭ দিন দেখতে।
আর তাই সপ্তাহে এবার ৭ দিন করে দেখা যাবে ‘অনুরাগের ছোঁয়া’। যদিও এখনো অফিশিয়ালি কিছু জানা যায়নি। দেখা যাক ভবিষ্যতে কি হয়? আদৌও ৭ দিন দেখা যায় কি সেটাই দেখার। উল্লেখ্য, রূপা এখন জেনে গেছে ডাক্তারবাবুই রূপার বাবা। কিন্তু সূর্য দীপাকে জানিয়ে দেয়, দীপা যদি রূপাকে না ছাড়ে, তাহলে কখনোই সূর্য শিকার করবেনা রূপা তার মেয়ে।
এইসব কথা আড়ালে শুনে ফেলে রূপা। তখন রূপার মনে হয়, রূপাকে ডাক্তারবাবু চায় না? ডাক্তারবাবু তো আমার বাবা, তাহলে আমার বাবা কি আমাকে আদর করবে না? কোলে নেবেনা। এই নেতিবাচক কথা রূপার মনে কি প্রভাব ফেলে সেটাই দেখার। রুপা মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছে। সে এতদিন ধরে বাবার পরিচয় জানতে চেয়েছে পরিচয় পায়নি। আজ যখন বাবা কে জানতে পেরেছে তখন সে বাবাকে ডাকতে পারবে না। ছুতে যেতে পারবেনা।