একটা ধারাবাহিক যেমন নির্ভরশীল দর্শকদের উপর, তেমনই নির্ভরশীল টিআরপির উপর। কোনো ধারাবাহিক ভালো কি খারাপ, তার সবটাই নির্ভর করে টিআরপির উপর। কোনো ধারাবাহিকের টিআরপি ফল যখনই খারাপ হয়, তখনই অনুরাগীদের ভয় হতে থাকে, তাহলে কি পছন্দের ধারাবাহিক শেষ হয়ে যাবে? আবার অনেকের কাছে সেই ধারাবাহিকের গল্প একঘেয়ে হওয়ার কারণে তারাও চান ধারাবাহিকে নতুন কিছু হোক, নয়ত একেবারেই শেষ হোক।
সম্প্রতি টিআরপি তালিকা লক্ষ্য করলে দেখা যাবে, প্রথম স্থানে রয়েছে জি বাংলার ‘মিঠাই’, দ্বিতীয় ‘লক্ষী কাকিমা সুপারস্টার’, তৃতীয় ‘আলতা ফড়িং’, চতুর্থ ‘গাঁটছড়া’ , পঞ্চম ‘গৌরী এল’, ষষ্ঠ ‘ধূলোকণা’, সপ্তম ‘এই পথ যদি না শেষ হয়’, অষ্টম ‘মন ফাগুন’ (Mon Phagun)। যে ধারাবাহিক শুরুর প্রথম থেকে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে থাকত, সেই ধারাবাহিক চলে এল একেবারে অষ্টমে।
কোনো ধারাবাহিকের টিআরপি তালিকার ফলাফল ভালো না হলে, সাধারণত দেখা যায়, সেই ধারাবাহিকের স্লট পরিবর্তন করা হয়, তার জায়গায় নিয়ে আসা হয় অন্য ধারাবাহিক। তারপর একসময় দেখা যায়, ধারাবাহিকটারই সমাপ্তি ঘটানো হয়। এক্ষেত্রে ব্যতিক্রম নয় ‘মন ফাগুন’ ধারাবাহিক।
ধারাবাহিকটির শুরুর দিক থেকেই ঋষিরাজ আর প্রিয়দর্শিনীর প্রেমের গল্প সকলের মন জয় করে নিয়েছিল। এই ধারাবাহিকের যখন প্রথম রোমান্টিক প্রোমো প্রকাশ পায়, তখন এই ধারাবাহিক দেখার জন্য দর্শকরা উদগ্রীব হয়েছিলেন। বেশ ভালোই ফল করছিল, টিআরপিতে।
কিন্তু বর্তমানে এতটাই খারাপ অবস্থা যে মানুষ তিতিবিরক্ত হয়ে যাচ্ছে এই ধারাবাহিক দেখে। তার প্রভাব পড়েছে টিআরপির ক্ষেত্রে। এছাড়াও টিআরপি বাড়াতে এই ধারাবাহিকের কিছু কাহিনী মিঠাই এর অনুকরণ এই অভিযোগেও অভিষিক্ত হয়েছে ‘মন ফাগুন’। ফলে সবকিছু নিয়ে জর্জরিত ‘মন ফাগুন’ ধারাবাহিক।
আরও পড়ুনঃ ঠিক করে বাংলাও বলতে পারতেন না ‘খড়কুটো’ অভিনেত্রী! শুটিংয়ের আগে পড়তে হয়েছিল বর্ণপরিচয়
তাই এই ধারাবাহিকের স্লট এবার পরিবর্তন করে দেবে চ্যানেল কর্তৃপক্ষ। কারণ সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’র প্রোমো। তাতে দেখা যাচ্ছে ২২ শে আগস্ট থেকে রাত সাড়ে আটটায় দেখা যাবে এই ধারাবাহিক। তাহলে প্রশ্ন হল ‘মন ফাগুন’ কে কখন দেখা যাবে? তাহলে কি শেষ হচ্ছে ‘মন ফাগুন’? এখনও কিছু জানানো হয়নি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে।