নিজের ছেলের সাথেই মেয়ের বিয়ে দিচ্ছে তিতিরের মা, ‘ভাই-বোনের বিয়ে’! ব্যাপক ট্রোলের মুখে ধূলোকণা

স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ধূলোকণা’ (Dhulokona)। কয়েকদিন আগে স্টার জলসায় গাঁটছড়া ধারাবাহিকের রমরমা বাজার ছিল, কিন্তু এখন ধূলোকণার বাজার। সকলেই এখন

Saranna

star jalsha serial dhulokona trolled on social media

স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ধূলোকণা’ (Dhulokona)। কয়েকদিন আগে স্টার জলসায় গাঁটছড়া ধারাবাহিকের রমরমা বাজার ছিল, কিন্তু এখন ধূলোকণার বাজার। সকলেই এখন ধারাবাহিকটি বেশ জমিয়ে আগ্রহ সহকারে দেখছেন। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফল লাভ করছে। ধারাবাহিকের নির্মাতা চাইছেন এখনও টিআরপি থাক ধারাবাহিকের, তাই তো ধারাবাহিকে টিআরপি বাড়াতে টুইস্ট  আনছেন ধারাবাহিক নির্মাতা। 

আমরা দেখেছি, ফুলঝুরি আর লালনের বিয়ে হয়েছে অনেক বাধা বিপত্তির পর। কিন্তু চড়ুই এর মা চায়নি, লালন আর  ফুলঝুরি একসাথে থাক। তাই তো তাদের জীবনে ষড়যন্ত্র করে লালনকে মেরে ফেলার চেষ্টা করে চড়ুই এর মা। লালন জলে তলিয়ে যায়। সবাই ভাবে সে মারা গেছে। বিধবার বেশ ধরে ফুলঝুরি। 

netizen angry on dhulokona serial

কিন্তু পরে দেখা যায়, লালন বেঁচে আছে। সে আশ্রয় নেয়, ডাক্তার এর বাড়িতে। লালন স্মৃতি শক্তি ভুলে যায়। তাই ডাক্তারের মেয়ে তিতিরের সাথে লালনের বিয়ে ঠিক হয়। লালনও রাজি হয়ে যায় বিয়েতে। কিন্তু যখন ফুলঝুরি জানতে পারে, লালন বেঁচে আছে, তখন লালন আবার ফুলঝুরি কে চায়। 

লালন ফুলঝুরির কাছে গেলে তিতিরের কাছে আসতে চায়, আবার তিতিরের কাছে গেলে ফুলঝুরির কাছে আসতে চায়। তাই ফুলঝুরি লালনকে ডিভোর্স  দিতে চায়। যাতে লালন তিতিরের সাথে ভালোভাবে সুখে শান্তিতে কাটাতে পারে। সম্প্রতি একটি ভিডিও শেয়ার হয়েছে, তাতে দেখা যাচ্ছে, তিতিরের মা চান, লালনের সাথে বিয়ে দিয়ে লালনকে তার নিজের কাছে রাখতে।

আরও পড়ুনঃ ‘ধূলোকনা’ নয় নামটা ‘বিয়েকনা’ করে দিন! ধারাবাহিকে বারবার বিয়ে দেখানো নিয়ে ক্ষিপ্ত দর্শক

তিতিরের মা জানান, লালনকে তার ছেলের জায়গা দিয়েছেন তিনি। আর এই ভিডিও দেখে সবাই নিন্দা আর ট্রোল করেন। কারণ ভাই বোনের সাথে বিয়ে হচ্ছে। একজন লিখেছেন, ‘মেয়ের থেকে মা কে দেখলে বেশি রাগ হয় ,অসভ্য মহিলা ।একদিকে বলছে লালন কে নাকি মিজের ছেলের জায়গায় বসিয়েছে আর ও দিকে নিজের মেয়ের সাথে বিয়ে দিতে চাইছে অদ্ভুত মানসিকতা’। আর একজন লিখেছেন, ‘ছেলের সাথে মেয়ের বিয়ে ,আরে এরা কোন বাঙালি,যতোই নিজের ছেলে না হোক’। 

× close ad