আমরা সবাই জানি ধারাবাহিকের শেষ কথা বলবে টিআরপি। আর এই টিআরপির জন্য প্রতিটা চ্যানেল তাদের ধারাবাহিকের নতুন চমকের কোনো ত্রূটি রাখছে না। নতুন চমক এনে ধারাবাহিকের যে টিআরপি বজায় রাখতে হবে, এই লক্ষ্যে তারা অটুট। তাই তো যখনই কোনো ধারাবাহিকের টিআরপি খারাপ হয়, সেই ধারাবাহিকের স্লট বদলানো হয়। অথবা গল্পে ধামাকাদার কোনো চমক আনা হয়। সম্প্রতি ‘গাঁটছড়া’ (Gaantchora) সিরিয়ালে আনা হচ্ছে বড়োসড়ো পরিবর্তন।
কোনো ধারাবাহিকের চরিত্রে খামতি থাকলে সেই চরিত্রকে বদলানো হয়, এরপর ধারাবাহিকের কাহিনী বদলে নতুন চমকপ্রদ কাহিনী আনা হয়। এসব করার পরও যখন ধারাবাহিকের টিআরপি ঠিকঠাক আসেনা তখনই যেনতেন প্রকারে শেষ করে দেওয়া হয় ধারাবাহিক। কারণ যে চ্যানেলের ধারাবাহিকের টিআরপি সব থেকে বেশি হবে সেই চ্যানেল ততবেশী পপুলার হবে।
এই যেমন টেলিভিশনে তো অনেক ধারাবাহিক চ্যানেল রয়েছে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে পপুলার জি বাংলা আর স্টার জলসা। এই দুটো চ্যানেলই শিরোনামে থাকে, আর বাকি গুলোকে প্রায় দেখা যায়না বললেই চলে। তাই তো এই দুই চ্যানেল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করে চলে সর্বক্ষণ। চ্যানেল কর্তৃপক্ষও নিজেদের চ্যানেল কে পপুলার করার জন্য কত রকমের ব্যবস্থাপনা করে থাকেন।
সম্প্রতি, স্টার জলসা যেসব ধারাবাহিকগুলোর টিআরপি একদম খারাপ, তাদেরকে বাদ দিয়ে আনছে একের পর এক নতুন ধারাবাহিক। এবং সাথে সাথে পুরানো ধারাবাহিকের কাহিনীতেও কিছু নতুন চমক আনার চেষ্টা করে চলেছে ক্রমাগত। এইসবে পিছিয়ে নেই জি বাংলাও, তারাও ছাঁটাই করছে। ছাঁটাই করে আনছে নতুন ধারাবাহিক।
জি বাংলার ‘উমা’ ধারাবাহিকের টিআরপির অবস্থা একেবারেই বেহাল। তাই তো তার পরিবর্তে সন্ধ্যা ৭ টার স্লটে আসছে নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। জি বাংলার এই কীর্তিকলাপ দেখে চুপ নেই, স্টার জলসা। তারাও দেখালেন চমক। গাঁটছড়া তে দেখা যাচ্ছে, বনি সিংহরায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাঁর স্বপ্ন পূরণের লক্ষ্যে।
View this post on Instagram
কারণ বনি সবকিছু সহ্য করতে পারছিল না, সে অপমান মুখ বুজে সহ্য করার মেয়ে নয়। তাই সে ন্যাকা কুনালের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়ে চলে আসবে বাপের বাড়ি। এরপর সে করবে পুলিশের চাকরি। কলকাতার বাইরে প্রসূনের মতো অপরাধীকে একা সায়েস্তা করেছে বনি। এই কাজের জন্য উপহার হিসেবে তাকে পুলিশে চাকরি দেওয়া হবে। এবার দেখার পালা কার টিআরপি বাড়ে।