একসময় ‘খড়কুটো’ (Khorkuto) ধারাবাহিক ছিল বাংলার সেরা ধারাবাহিক। কিন্তু সময়ের সাথে সাথে টিআরপি তালিকায় স্থান আসতে থাকে শেষের দিকে। বহুদিন হল এই ধারাবাহিককে দেখা যায়নি শিরোনামে। বার বার বদলালেও দেখা যায় ধারাবাহিকের টাইম স্লট। সন্ধ্যার স্লট থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দুপুরের স্লটে। অভিষেক ব্যানার্জীর মৃত্যুর পর ধারাবাহিকের সবকিছুই যেন বদলে গেল।
এই ধারাবাহিকের কাহিনী শুরু হয়েছিল একটা একান্নবর্তী পরিবার নিয়ে। এই ধারাবাহিকের প্রধান চরিত্র গুনগুন। এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। এই গুনগুন চরিত্রটি ছিল একটু খামখেয়ালি, ছটপটে মনোভাবের। যার বয়স হয়েছে, কিন্তু মনের দিক দিয়ে সে এখনও খামখেয়ালি। এই চরিত্রের মাধ্যমে সে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তাঁর বিপরীতে সৌজন্যের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক রায় (Kaushik Roy)।
সিরিয়ালটি বেশ ভালোই পছন্দ হয়েছিল দর্শকদের। কিন্তু কিছুদিন হল এই ধারাবাহিকের টিআরপি কমতে থাকছে। টিআরপি কমতে থাকার একটা কারণ হচ্ছে ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী গুনগুনকে আর দেখা যায়না, বরং অনান্য চরিত্রকে বেশি দেখা যায়। কারণ মুখ্য অভিনেত্রী তৃণা সাহার বেশি সময় নেই, তাঁর হাতে অনেক কাজ। এছাড়াও ধারাবাহিকে আর দেখা যায়না কোনো চমক।
সম্প্রতি এই ধারাবাহিকে দেখা যাচ্ছে, কলেজের সহ অধ্যাপকের সাথে পটকার মেয়ে সাজির বিয়ে হচ্ছে। সাজির এটা দ্বিতীয় বিয়ে। গুনগুন এখন ননদের বিয়ে নিয়ে চুটিয়ে প্ল্যান করছে। কিন্তু তাঁর মাঝেই দেখা যাচ্ছে গুনগুনের দূর্বলতা। তবে কি গুনগুনের শরীরে নতুন কোনো রোগের বাসা বেঁধেছে? তাহলে কি মৃত্যু হবে গুনগুনের। এই সব প্রশ্ন ঘিরে ধরেছে দর্শকদের।
তবে এরই মাঝে শোনা যাচ্ছে এই ধারাবাহিক শেষ হতে চলেছে। তাহলে কি গুনগুনের মৃত্যু দিয়েই শেষ হবে এই ধারাবাহিক? আগামী ৫ই আগস্ট এই ধারাবাহিকের শেষ সম্প্রচার। এমনটাই খবর বা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে টেলিভিশন দুনিয়ায়। যদিও চ্যানেলের তরফে স্পষ্ট এখনও কিছুই জানানো হয়নি এই বিষয়ে। তবে অভিনেত্রী তৃণা সাহাকে এবার থেকে ডান্স ডান্স জুনিয়রের মঞ্চেও দেখা যাবে। তাই এই খবর সত্য হলেও হলে পারে এমনটাই দর্শকের ধারণা।