TRP কম, একটানা স্লটহারা হয়ে বন্ধের মুখে স্টার জলসার এই ৩ সিরিয়াল!

সকলেই জানেন, ধারাবাহিকের শেষ কথা বলে এই টিআরপি। টিআরপি তালিকায় যে ধারাবাহিকের নাম সবার উর্ধ্বে থাকে, সেই ধারাবাহিকের আয়ু থাকে দীর্ঘস্থায়ী। এতদিন ধরে সেটাই হয়ে

Saranna

star jalsha three serial will be stop during low trp rating

সকলেই জানেন, ধারাবাহিকের শেষ কথা বলে এই টিআরপি। টিআরপি তালিকায় যে ধারাবাহিকের নাম সবার উর্ধ্বে থাকে, সেই ধারাবাহিকের আয়ু থাকে দীর্ঘস্থায়ী। এতদিন ধরে সেটাই হয়ে আসছে। যখনই টিআরপি কমে যায়, তখনই ধারাবাহিক নির্মাতারা ঠিক করেন এই স্লটে নতুন ধারাবাহিক এনে সেই ধারাবাহিককে জনপ্রিয় করে তোলার। আর তাই স্টার জলসায় (Star Jalsha) নাকি তেমনটাই হবে।

যেসব ধারাবাহিকের টিআরপি কম তাদের নির্মূল করে দিয়ে নতুন ধারাবাহিক নিয়ে আসার। সম্প্রতি দেখা গেছে স্টার জলসায় তুঁতে (Tunte) সহ ৪টি নতুন ধারাবাহিক আসছে। আর এই চ্যানেলে তিন তিনটে ধারাবাহিকের টিআরপির অবস্থা একেবারেই খারাপের দিকে। আর তাই মনে করা হচ্ছে, এই খারাপ ধারাবাহিক গুলোকে সরিয়ে দিয়ে নতুন ধারাবাহিক আসবে।

star jalsha meyebela serial new promo

যদিও এখনও এসব কিছু শোনা যায়নি, সবটাই গুঞ্জন মাত্র। যে তিন ধারাবাহিকের অবস্থা খারাপ, তাদের মধ্যে রয়েছে মেয়েবেলা (Meyebela), গাঁটছড়া (Gaatchora), বাংলা মিডিয়াম (Bangla Medium)। সবেমাত্র শুরু হওয়া মেয়েবেলা ধারাবাহিকের প্রোমো দর্শকমহলে আকৃষ্ট করলেও টিআরপি তালিকায় উঠতে পারেনি। এই ধারাবাহিক সন্ধ্যা ৭:৩০ এ দেখা যায়। এই স্লটে জি বাংলায় দেখা যায় গৌরি এল ধারাবাহিক।

star jalsha bangla medium serial going to remake in telegu

এই ধারাবাহিক টিআরপি তালিকায় বেশ ভালো ফল করে, কিন্তু এর সাথে পাল্লা দিতে পারেনি মেয়েবেলা। স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিক একসময় টিআরপি টপার থাকা সত্ত্বেও এখন তার টিআরপি নেই। আবার গাঁটছড়ার প্রাণ খড়ি চলে যাওয়ায়, টিআরপি একেবারে তলানিতে। তবে শোনা যাচ্ছে, খড়ি ফিরবে , যদি ফেরে টিআরপি হবে, তবে আগের মত হবেনা।

gaatchora actress solanki roy openup about how she start her acting career

অন্যদিকে নতুন ধারাবাহিক বাংলা মিডিয়াম দেখা যায় রাত ৮ টায়। আর এদিকে জি তে রাত ৮ টায় দেখা মেলে নিম ফুলের মধু। এই ধারাবাহিক খুবই শক্তিশালী একটি ধারাবাহিক। যা বাংলা মিডিয়ামকে এক নিমেষে হারিয়ে দেয়। আর তাই এই ধারাবাহিকও হয়ত শেষ হতে পারে। এখন ভবিষ্যতই বলবে কি হয়! ধারাবাহিক শেষ হয়, নাকি স্লট পরিবর্তন হয়।

× close ad