নতুন সিরিয়ালের প্রোমো আসতেই কপাল পুড়ল ‘এক্কা দোক্কা’র, ক্ষুব্ধ অনুরাগীরা

একটা ধারাবাহিক শেষ হতে না হতেই শুরু হয়ে যায় অন্য ধারাবাহিকের প্রোমো ভিডিও। তখনই মানুষ ভাবতে থাকে কোন ধারাবাহিক শেষ হয়ে যাবে, কার কপাল পুড়বে?

Saranna

star jalsha upcoming serial jol thoi thoi valobasa replace ekka dokka

একটা ধারাবাহিক শেষ হতে না হতেই শুরু হয়ে যায় অন্য ধারাবাহিকের প্রোমো ভিডিও। তখনই মানুষ ভাবতে থাকে কোন ধারাবাহিক শেষ হয়ে যাবে, কার কপাল পুড়বে? এইসব চিন্তাভাবনা লেগেই থাকে। স্টার জলসার (Star Jalsha) দর্শকরা বেশ চিন্তিত চ্যানেলে নতুন প্রোমো আসতে দেখে। আর চ্যানেল শুধু প্রোমোই প্রকাশ করেনি , টাইমও ঘোষণা হয়েছে। আর সেই সময় অনুযায়ী কপাল পুড়তে চলেছে ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka) ধারাবাহিকের। 

যেখানে মা মেয়ের সম্পর্কের সমীকরণ ফুটে উঠবে। এই নতুন ধারাবাহিকের নাম ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Valobasa) ধারাবাহিকের প্রোমোতে দেখা গেছে, কোজাগরী বসু (Kojagori Basu) অর্থাৎ অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ‘মম চিত্তে’ গানটি গুনগুন করতে করতে রান্নাঘরে ঢুকছে। আর তখনই তার মেয়ে হাতে ফোন নিয়ে ব্যস্ত ভ্লগিং-এ।

in ekka dokka serial new twist trolled on social media

ভ্লগিং করতে করতে বলছে ওই যে পিছনে হোম মিনিস্টার নাচ-গান-আবৃত্তি সবেতেই আমার মা এক্সপার্ট। মা এর উত্তরে বলে, সব মায়েরই জুরি মেলা ভার। হেসে খেলে আনন্দ করে জীবন কাটাতে ভালোবাসেন কোজাগরী বসু। মা কোজাগরী বসুর ভূমিকায় অভিনয় করবেন অপরাজিতা আঢ্য। আর মেয়ের ভূমিকায় অভিনয় করছেন অনুশা বিশ্বনাথন। প্রোমো আসার সাথে সাথেই সম্প্রচারের দিনক্ষণ সামনে এসেছে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে রাত ৯ টার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক।

এরপর থেকেই দর্শকদের সব আনন্দ মাটি হয়ে গেছে। কারণ তাদের পছন্দের ধারাবাহিক এক্কাদোক্কা শেষ হয়ে যাবে। এই ধারাবাহিক ভালো টিআরপি পেয়েও শেষ হয়ে যাচ্ছে, এতেই ক্ষোভ জন্মাচ্ছে দর্শকদের। এত তাড়াতাড়ি কেন শেষ করে দেওয়া হচ্ছে? যদিও অফিসিয়ালি কোনো খবর আসেনি, শেষ হচ্ছে কি হচ্ছে না।

আরও পড়ুনঃ নিজের গয়না বেচে শাশুড়িকে তীর্থে পাঠাবে শিমুল! ফাঁস ‘কার কাছে কই মনের কথা’র আগাম পর্ব

তবে আবার কোনোও স্লটও ঘোষণা হয়নি। তাই গুঞ্জন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার যদি একটু গবেষণা করে দেখা যায়, তাহলে দেখা যাবে লীনা গাঙ্গুলীর অনেক ধারাবাহিক প্রাইম স্লটে জায়গা না পেলে তারা একেবারে পৌঁছে যায় দুপুরের স্লটে। এর উদাহরণ মোহর কিংবা খড়কুটো। এক্কাদোক্কার ক্ষেত্রে কি হতে চলেছে তা এখনো জানা যায়নি।

× close ad