সিরিয়াল (Bangla Serial)মানেই সেখানে থাকে বাস্তব এবং কল্পনা। পুরোপুরি বাস্তব থাকে না, তাহলে সেখানের কাহিনী ভালো হয়না, দর্শকদের চমক দিতে, দর্শকদের কাছে সিরিয়ালের জনপ্রিয়তা রাখতে, টিআরপি তালিকায় শীর্ষে রাখতেই এই কল্পনাকে স্থান দেওয়া হয়। কিন্তু মাঝে মাঝে এমন কিছু করা হয়, যেখানে মনে হয় গল্পে গোরু গাছে উঠেছে। আর তাতেই শুরু হয় ট্রোল।
এখন সব চ্যানেলে শুরু হয়েছে নতুন সিরিয়াল আসার ধূম। আর সেই মতো স্টার জলসায় (Star Jalsha) এল নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’ (Panchomi)। যা দেখে সবাই ত্রিনয়নী ধারাবাহিকের সাথে মিল খুঁজে পাচ্ছেন। আবার কেউ খুঁজে পাচ্ছেন গৌরী এল ধারবাহিকের সাথে। এমনকি সায়েন্স কেও পিছনে ফেলে দিচ্ছে। গল্পের কাহিনী এতটাই অন্যরকম।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ধারাবাহিকের প্রোমো। তাতে দেখা যাচ্ছে, ঝড়-বৃষ্টির রাত। এক পুরোহিত নীলকন্ঠ অর্থাৎ শিবের আরাধনা করছে। আর এই সময়, একজন অন্তঃসত্ত্বা মহিলা ভিজতে ভিজতে এসে সেই পুরোহিতকে বলেন, আমার বাচ্চা কে এখুনি প্রসব করান। এরপর বাচ্চা প্রসব হয়। কিন্তু বাচ্চা টার নাড়ি থেকে বেরিয়ে এল সাপ। এরপরেই পুরোহিত জিজ্ঞাসা করে, এ কে ঠাকুর, এ কে? তারপরেই দেখা যায় একটি সাপ উঁকি মারছে।
এ হেন দৃশ্যের পর দেখা যায়, বাচ্চা শিশুটি বড় হয়েছে, বড় মেয়ের ভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা। তাঁর নাম পঞ্চমী। এই পঞ্চমী ছুটে ছুটে মন্দিরে আসেন, জমিদার গিন্নিকে সাবধান করেন, তাকে কামড়াতে আসছে সাপ। সত্যি সত্যিই একটি সাপ তার পায়ের কাছে ফণা তুলে আছে, ছোবল মারার জন্য। পঞ্চমী হাত জড়ো করায়, সাপ ফিরে যায়।
একজন লিখেছেন, ‘বিজ্ঞানের পুরো মাথা গিলে খেয়েছেন ছেড়েই দিন তার কথা। বলছিলাম নাড়ির জায়গায় কি সাপ কাটা হলো তারপরে’। কেউ বলছেন ‘জী কপি গৌরি এলো দেখে নাগ পঞ্চমী’। আর একজন লিখেছেন, ‘জি বাংলার ত্রিনয়নী সিরিয়াল নকলবাজ’। অনেকে প্রশংসাও করেছেন, ‘বাংলাতে প্রথম বার নাগিন জাতীয় কিছু হওয়া নিয়ে। শুভ কামনা’।