কূটকাচালি ছেড়ে হবু মায়ের সংগ্রামের গল্প, স্টার জলসায় আসছে ‘রানী’ প্রকাশ্যে প্রোমো

স্টার জলসার (Star Jalsha) পর্দায় আবারও এক নতুন ধারাবাহিকের আগমন ঘটতে চলেছে। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছিল কোনো একটা ধারাবাহিক খুব শীঘ্রই শেষ

Nandini

star jalsha upcoming serial tomader rani promo come out

স্টার জলসার (Star Jalsha) পর্দায় আবারও এক নতুন ধারাবাহিকের আগমন ঘটতে চলেছে। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছিল কোনো একটা ধারাবাহিক খুব শীঘ্রই শেষ হতে চলেছে। আর স্বাভাবিক ভাবেই যে ধারাবাহিক গুলি টিআরপি তালিকায় বিশেষ জায়গা করে নিতে পারছেনা তাদেরই কারুর যাত্রা থেকে যাবে আচমকাই। কারণ এই গল্প এখন খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে।

কারণ, বর্তমানে গল্পের বুনন বা সময়সীমা আর দেখা হয়না, সবটাই নির্ভর করছে টিআরপির উপর। আসলে নির্মাতারা বা চ্যানেল কর্তৃপক্ষরাও দর্শকের সিংহভাগের মতামতকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন। ধারাবাহিক যে দর্শকের একটা বড় বিনোদন মাধ্যম সেকথা তো অস্বীকার করা চলেনা। আর তাই এই নতুন পুরোনোর খেলা চলছে বাংলা ধারাবাহিকের চ্যানেল জুড়ে। তাই আসছে ‘তোমাদের রানী’ (Tomader Rani)

star jalsha upcoming serial tomader rani promo come

এতদিন জল্পনা থাকলেও যতদিন না নতুন কোনো ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসছিল ততদিন মানুষ কিছুটা শান্ত ছিলেন আর এই ভাবনাতে ছিলেন যে তাদের পছন্দের কোনো ধারাবাহিকে যেন কোপটা না পরে। তবে যদিও এখনই জানা যাচ্ছেনা যে কোন ধারাবাহিক শেষ হয়ে এই নতুন সিরিয়াল জায়গা করে নিতে চলেছে, তবে ইতিমধ্যেই সামনে এসেছে নতুন আসন্ন সিরিয়ালের প্রথম ঝলক।

এ এক অন্যরকম গল্প, একজন হবু মায়ের নিজের স্বপ্নপূরণের গল্প। জীবনের নতুন সংগ্রামের গল্প। জীবনে নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটা মানুষকে একটা সংগ্রামের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। প্রত্যেকের জীবনের নতুন গল্প, নতুন সমস্যা। কেউই ঠিক কারুর সমস্যা বা সংগ্রামটা সঠিক পরিমানে উপলব্ধি করতে পারেননা। সেইরকমই গল্পের ‘রানী’ তার জীবনের এক নতুন সংগ্রাম তুলে ধরবে পর্দায়। একজন হবু মা’ও চাইলেই পারে নিজের ইচ্ছা পূরণ করতে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

সেই নিয়েই খুব শীঘ্র স্টার জলসার পর্দায় আসছে ‘তোমাদের রানী’ (Tomader Rani)। নাম শুনেই বোঝা যাচ্ছে এই গল্প রানীর মধ্যে দিয়ে তার পরিস্থিতিতে থাকা আরও কিছু বাস্তব রানীকে সাহস যোগাবে। প্রোমো প্রকাশ পেয়েছে স্টার জলসার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে। যেখানে প্রোমোতে দেখা যাচ্ছে গল্পের নায়িকা রানী অন্তঃস্বত্বা। সে মেডিকেলে ভর্তির পরীক্ষা দিতে এসেছে। তার স্বামী তাকে বলে সে পারবেনা, পরীক্ষা দিতে গিয়েও বাঁকা হাসির মুখে পরে রানী। কিন্তু সে পরীক্ষা দিয়ে নিজেকে প্রমান করে। তার নাম প্রকাশ পায় তালিকায়।

× close ad