বিচ্ছেদ দিয়ে শুরু? ট্রেন দুর্ঘটনায় আলাদা দেব-পারো! নতুন প্রোমো ঘিরে তোলপাড় নেটপাড়ায়

Tumi Ashe Pashe Thakle : কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল স্টার জলসায় (Star Jalsha) আসছে নতুন ধারাবাহিক। খবরের গুঞ্জন শোনার কিছুদিন পর দেখা গেল ধারাবাহিকের মোশন

Saranna

star jalsha upcoming serial tumi ashe pashe thakle new promo give shocked audience

Tumi Ashe Pashe Thakle : কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল স্টার জলসায় (Star Jalsha) আসছে নতুন ধারাবাহিক। খবরের গুঞ্জন শোনার কিছুদিন পর দেখা গেল ধারাবাহিকের মোশন পোস্টার। মোশন পোস্টারে দেখা গেল অভিনেতা আর অভিনেত্রীকে। এটা দেখেই বোঝা গেল ধারাবাহিকে জুটি হিসেবে দেখা মিলবে অঙ্গনা রায় এবং রোহন ভট্টাচার্যকে। ধারাবাহিকের মোশন পোস্টারের পর শোনা যায় এই ধারাবাহিক অলৌকিক ধারাবাহিক।

কিন্তু সত্যি কি মিথ্যা তা জানা যায়নি। তবে সম্প্রতি প্রকাশ পাওয়া প্রোমো দেখেই বোঝা গেল সত্যিই ‘তুমি আশে পাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle)। ধারাবাহিকটি অলৌকিক ধর্মী। প্রোমোশন দেখা যাচ্ছে,রেললাইনের উপর দিয়ে হেটে যাচ্ছে দেব আর পারো। পারো দেবকে জিজ্ঞাসা করে, ‘কী ভাবছ তুমি দেব’? দেব জানায়, ‘কিছু না। ‘এই কথা পারো বিশ্বাস করেনা। পারো আবারও বলে, ‘কিছু তো আছে যা আমার কাছ থেকে লুকোচ্ছ’। দেব বলে ‘তুই আমাকে সবসময় কি করে ধরে ফেলিস বল তো’।

star jalsha upcoming serial trumi asepase thakle should replace gaatchora serial

তারপর দেব বলে, ‘আমি ভাবছিলাম যে, আমরা দুজন এই রেললাইনের মতো, সবসময় পাশাপাশি থাকব, কিন্তু’! এই কথা বলা সবেমাত্র শেষ হয়েছে। আর তখনই পিছন থেকে একটা ট্রেন এসে ধাক্কা মারে, দেব পারোকে বাঁচাতে যায়, কিন্তু পারেনা। ট্রেনে কাটা পড়ে পারো। দেব পারোকে খুঁজতে থাকে। আর ঠিক তখনই পিছন থেকে পারো উঁকি মারে।

এরপর পারো বলে, ‘কি হল দেব! তুমি না বলেছিলে আমরা এই রেললাইনের মতো একসাথে পাশাপাশি থাকব, কেউ আমাদের আলাদা করতে পারবেনা।’ ধারাবাহিকের এই প্রোমো দেখেই বোঝা গেল পারো মারা গেছে কিন্তু ভূত হয়ে সে সবসময় দেবের পাশাপাশি কাছাকাছি থাকবে। ধারাবাহিকের প্রোমো দেখে আবেগে ভাসছেন অনুরাগীরা।

অপেক্ষায় রয়েছেন কবে টিভির পর্দায় সম্প্রচারিত হবে। এখনো জানা যায়নি কবে থেকে সম্প্রচারিত হবে। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, ‘তুমি আশেপাশে থাকলে’ ২৩ অক্টোবর থেকে প্রতিদিন ৬.৩০ টায় দেখা যাবে এই সময় বর্তমানে দেখা যাচ্ছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। সম্ভবত এই ধারাবাহিকের স্লট পরিবর্তন করে দেখা যাবে ৫.০০টায় অথবা ১০.৩০ টায়।

× close ad