‘তুমি আশেপাশে থাকলে’র সময় প্রকাশ পেতেই বন্ধের মুখে এই ধারাবাহিক! মন খারাপ অনুরাগীদের

Tumi Ashe Pashe Thakle : নতুনের আগমন ঘটলে পুরাতনকে জায়গা ছাড়তে হয়, এই নিয়ম সবসময় চলে আসছে। সমাজের সব ক্ষেত্রেই এই নিয়ম প্রচলিত। বর্তমানে বাংলা

Saranna

star jalsha upcoming tumi ashe pashe thakle serial coming date released

Tumi Ashe Pashe Thakle : নতুনের আগমন ঘটলে পুরাতনকে জায়গা ছাড়তে হয়, এই নিয়ম সবসময় চলে আসছে। সমাজের সব ক্ষেত্রেই এই নিয়ম প্রচলিত। বর্তমানে বাংলা ধারাবাহিকর ক্ষেত্রেও দেখা যাচ্ছে এই নিয়ম। বাংলা ধারাবাহিক চ্যানেল গুলোতে দেখা যায় নতুন ধারাবাহিক এলেই জায়গা ছেড়ে দিতে হয় পুরানো ধারাবাহিককে। এবারেও তার অন্যথা হল না। স্টার জলসা (Star Jalsha)র পর্দায় দেখা গেছে নতুন ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’ (Tumi AshePashe Thakle)র প্রোমো ভিডিও।

প্রোমো ভিডিওতে দেখা মেলেনি ধারাবাহিকের টাইম স্লট। তবে সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ধারাবাহিকের টাইম স্লট। টাইম স্লট প্রকাশ পেতেই মনখারাপ অনুরাগীদের। কারণ তাদের পছন্দের একটি ধারাবাহিক শেষ হতে চলেছে । প্রথমে সকলে ভেবেছিল কোনো ধারাবাহিক স্লট হারা হবে হয়ত, কিন্তু এখন দেখা গেল শেষ ই হয়ে যাচ্ছে।

রা নভেম্বর শুক্রবার থেকে রাত ৮টায় সম্প্রচারিত হবে রোহন-অঙ্গনা অভিনীত নতুন ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে। এই স্লটে বর্তমানে দেখা যাচ্ছে নীল-তিয়াসা অভিনীত ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। এই ধারাবাহিকে অনেক বদল দেখা গিয়েছে। নতুন নতুন চরিত্রের আগমন, নতুন কাহিনীর আগমন। এইসব দেখে অনেকে ভেবে নিয়েছিলেন শেষ হবেনা।

কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে শোনা যাচ্ছে, ধারাবাহিকের শেষ সম্প্রচার ২রা নভেম্বর। বাংলা মিডিয়ামকে এত তাড়াতাড়ি শেষ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা।  ধারাবাহিক শুরু হতে সবসময় দেখা যায় সোমবার থেকে, কিন্তু কর্তৃপক্ষের এত তাড়া যে ধারাবাহিক বৃহস্পতিবার শেষ করে দিচ্ছে। এই প্রসঙ্গে একজন বলছেন, ‘কর্তৃপক্ষের এত তাড়া! সিরিয়াল সোমবার থেকে শুরু হয়‌ কিন্তু শুক্রবার থেকে শুরু হয় বলে বাবার জন্মেও শুনিনি।

star jalsha upcoming serial bangla medium

কিন্তু এই দুটো সিরিয়াল আমি প্রথম বার দেখলাম এক তোমাদের রানি আর দুই ‘তুমি আশে পাশে থাকলে’। আসলে স্টার জলসার প্রতিদ্বন্দ্বী চ্যানেলে এই সময় দেখা যায় ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকের সাথে কিছুতেই পেরে উঠছিল না বাংলা মিডিয়াম। তাই এমন সিদ্ধান্ত। এখন দেখা যাক, অলৌকিক কাহিনীর ধারাবাহিক কতটা টেক্কা দিতে পারে।

× close ad