‘খালি বড়লোকি চাল, অসহ্য’! রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আবারও কটাক্ষের মুখে সুদীপা চ্যাটার্জী

মানুষকে বিনোদন দিতে চ্যানেল কর্তৃপক্ষ কোনোরকম খামতি রাখেনা। ধারাবাহিকের ভিড়ে চ্যানেল গুলোতে একের পর এক বিনোদন মূলক শো নিয়ে উপস্থিত হয়। যাতে মানুষের কোনোরকম বিরক্ত

Saranna

sudipa chatterjee once again trolled on social media

মানুষকে বিনোদন দিতে চ্যানেল কর্তৃপক্ষ কোনোরকম খামতি রাখেনা। ধারাবাহিকের ভিড়ে চ্যানেল গুলোতে একের পর এক বিনোদন মূলক শো নিয়ে উপস্থিত হয়। যাতে মানুষের কোনোরকম বিরক্ত না লাগে। কারণ মানুষের সেই কূটকাচালি, সেই রোমান্স দেখতে দেখতে একঘেয়ে মনোভাব হয়ে হয়ে যায়, তাই এই সব ননফিকশন শোয়ের আনাগোনা। জি বাংলা থেকে স্টার জলসা সবেতেই এই শো দেখানো হয়।

তবে নন ফিকশন শো বেশি দেখানোর তালিকায় এগিয়ে রয়েছে জি বাংলা। এই চ্যানেলে প্রতিদিন ননফিকশন শো হয়। প্রতি দিনের শো হল, রান্নাঘর আর দিদি নাম্বার ওয়ান। রান্নাঘরের শো সবাই দেখেন, বেশ জনপ্রিয় এই শো। আর এই শোয়ের সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জীও (Sudipa Chatterjee) বেশ জনপ্রিয় মানুষ।

zee bangla rannaghor replace host sudipa mukherjee

তবে সম্প্রতি তিনি সকলের কাছেই অপ্রিয় হয়ে উঠেছেন। কারণ তিনি ফুড ডেলিভারি বয়কে নিয়ে চরম মন্তব্য করেন, আর তার জেরেই নেটিজেনদের কাছে অপ্রিয় হয়ে ওঠেন। তিনি ফেসবুকে লিখেছিলেন, “আমি শুধু জানতে চাই একজন ডেলিভারি বয়ও ফোন না করে কেন গন্তব্যে পৌঁছতে পারে না? ফোন করে কেন বলেন, ‘আমি আসছি আপনি গেটটা খুলুন।’

শুধু তাই নয়, এরপরেই তিনি বলেন, ‘আমি কি গেটের দারোয়ান নাকি যে গেট খুলব?’ ব্যস এতেই সবাই বিক্ষুব্ধ হন, এমনকি বাদ জাননি সেলিব্রেটিরাও। সবাই তাঁকে বলতে থাকেন তিনি ভীষণ অহংকারী, মানুষকে সম্মান দিতে জানেননা। তিনি ক্ষমাও চেয়েছেন, কিন্তু মানুষ তাঁর কথা শোনেননি। তাই আবারও ট্রোলের মুখে পড়লেন তিনি।


সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটা রিল ভিডিও বানিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, সুদীপা চ্যাটার্জীর হাতের ছবি রয়েছে। হাতে রয়েছে আট রকমের বালা। শাখা, পলা, নোয়া সব পড়ে রয়েছেন। আর এই দেখেই নেটিজেনরা বলছেন,’খালি বড়লোকি চাল, অসহ্য’। আবার আর একজন লিখেছেন, ‘খালি পূজার সময় শাখা পলা পড়েন, অন্য সময় পড়েন না বলেই ফটো তুলে দেখাতে লাগে, আমরা সবসময় পড়ি তাই দেখায় না’।