শত্রুতাকে ছাপিয়ে জয়ী হল বন্ধুত্ব! কালনাগিনীর সঙ্গে গলায় গলায় ভাব পঞ্চমীর, রইল ছবি

পর্দায় কলাকুশলীদের চরিত্রের সাথে যা ঘটে, বাস্তবে কিন্তু তা ঘটেনা। এই ধরুন, পর্দায় দেখা যাচ্ছে, নায়িকার উপর বেজায় হিংসা দেখাচ্ছে খল চরিত্র, নায়িকাকে শায়েস্তা করার

Saranna

pochomi actress susmita and shinjini are close friend in real life

পর্দায় কলাকুশলীদের চরিত্রের সাথে যা ঘটে, বাস্তবে কিন্তু তা ঘটেনা। এই ধরুন, পর্দায় দেখা যাচ্ছে, নায়িকার উপর বেজায় হিংসা দেখাচ্ছে খল চরিত্র, নায়িকাকে শায়েস্তা করার জন্য ভয়ংকর পরিকল্পনা করছে। কিন্তু বাস্তবে তা হয়না,  নায়িকা এবং খল চরিত্র দুজনেরই সম্পর্ক বাস্তবে অন্যরকম হয় প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই। কখনো মনে হবেনা, এরা একে অপরকে সহ্য করতে পারেনা। এরূপ এমন এক দৃষ্টান্ত এই প্রতিবেদনে তুলে ধরা হল। 

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল, ‘পঞ্চমী’ (Ponchomi)। যারা এই ধারাবাহিক দেখেন, তারা জানেন পঞ্চমীকে সহ্য করতে পারেনা, কালনাগিনী চিত্রা। ভালো সাপের সাথে খারাপ সাপের সবসময় লেগে রয়েছে দ্বন্দ্ব। পঞ্চমীকে শায়েস্তা করতে নানাবিধ পরিকল্পনায় মত্ত কালনাগিনী। তবে বাস্তবেও কি এই দুই অভিনেত্রীর এমনই সম্পর্ক? এমনটা তো প্রশ্ন জাগতেই পারে তাইনা? তবে সত্যিই কি তাই? না না তা কিন্তু একদম নয়। 

ponchomi star susmita and shinjini are close friend

এই ধারাবাহিকে পঞ্চমীর চরিত্রে অভিনয় করছেন, ‘বৌমা একঘর’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey) এবং কালনাগিনী চিত্রার চরিত্রে অভিনয় করছেন ‘উমা’ খ্যাত অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty)। পর্দায় সম্পর্ক আদায় কাঁচকলা হলেও, বাস্তবে কিন্তু তাদের সম্পর্ক পুরো অন্যরকম। সুস্মিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লক্ষ্য করলেই দেখা মিলবে এই সুন্দর সম্পর্ক। কখনো দুজনে মিলে একসাথে চা খাচ্ছে, আবার কখনো রিলস বানাচ্ছে।

এই সুন্দর সম্পর্ক প্রসঙ্গে সুস্মিতা জানান, ‘সহ অভিনেতার সঙ্গে সম্পর্ক সুন্দর হলে, কাজটাও সুন্দর হয়। আমার সঙ্গে শিঞ্জিনীর অন্যরকম বন্ধুত্ব গড়ে উঠেছে। আমাদের একে অপরের সাথে খুব মিল রয়েছে। এই যেমন, আমরা দুজনেই বেশ শীতকাতুরে। এরকম মিল থাকার জন্যই মনে হয়, আমাদের এত সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছে।’

pochomi actress susmita and shinjini are close friend

অন্যদিকে ‘উমা’ ধারাবাহিক দিয়েই অভিনেত্রীর ছোটো পর্দায় ডেবিউ। উমাতে তিনি মুখ্য ভূমিকায় ছিলেন। কিন্তু বেশিদিন ধারাবাহিক চলেনি, খুব কম সময়েই বন্ধ হয়ে যায়। তবে আবারও পর্দায় ফিরে খুব খুশি শিঞ্জিনী। শিঞ্জিনীর কথায়, ‘আমি ছোটো থেকেই ভালোবাসতাম নাগিন সিরিয়াল দেখতে। তাই প্রথম থেকেই এরকমই চরিত্র করার ইচ্ছা ছিল, আর সেই ইচ্ছা পূরণ হয়েছে’।

× close ad