শেষ হল ‘পঞ্চমী’র যাত্রা, শেষদিনের মুহূর্ত পোস্ট করে আবেগঘন ‘পঞ্চমী’ অভিনেত্রী সুস্মিতা

প্রত্যেকটা চ্যানেলেই এখন ধারাবাহিক শেষ হওয়ার ট্রেন্ড দেখা যাচ্ছে, ধারাবাহিকের টিআরপি কমলেই, পটাপট সরিয়ে দেওয়া হচ্ছে ধারাবাহিক গুলোকে। আর তার বদলে আনা হচ্ছে নতুন নতুন

Nandini

susmita shear ponchomi serial last day shooting

প্রত্যেকটা চ্যানেলেই এখন ধারাবাহিক শেষ হওয়ার ট্রেন্ড দেখা যাচ্ছে, ধারাবাহিকের টিআরপি কমলেই, পটাপট সরিয়ে দেওয়া হচ্ছে ধারাবাহিক গুলোকে। আর তার বদলে আনা হচ্ছে নতুন নতুন ধারাবাহিক। অনেক চ্যানেলে গুঞ্জন শোনা যাচ্ছে নতুন ধারাবাহিক আসছে, আবার অনেক চ্যানেলে প্রোমো ভিডিও এসে গেছে নতুন ধারাবাহিকের। এবার পালা স্লট ফাঁকা করার। সেই মতো স্টার জলসাও (Star Jalsha) ‘পঞ্চমী’ (Ponchomi) সিরিয়ালকে সরাতে উদ্ধত।

স্টার জলসায় ইতিমধ্যেই এসেছে নতুন ধারাবাহিকের প্রোমো, ধারাবাহিকের নাম ‘Love বিয়ে আজকাল’ (Love Biye Aaj Kal)। প্রোমোটা বেশ হিট করেছে। ধারাবাহিকের  প্রোমো প্রকাশ হওয়ার পরেই দর্শকরা জানতে চাইছিলেন কবে আসবে এই ধারাবাহিক? সম্প্রতি মিলল তার উত্তর। ২৮ অগস্ট রাত ৮.৩০ থেকে শুরু হবে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তের এই ধারাবাহিক। 

ponchomi serial new promo come out

বর্তমানে এই স্লটে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পঞ্চমী’ (Ponchomi)। ধারাবাহিকটির বয়স আট মাস। পঞ্চমী কে উঠিয়েই কি জায়গা করে নেবে নতুন ধারাবাহিক? নাকি পঞ্চমীর স্লট বদলাবে? এ প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। কয়েকদিন আগেই দেখা গিয়েছিল, ধারাবাহিকের নায়ক অর্থাৎ রাজদীপ গুপ্ত ধারাবাহিক ছেড়ে চলে যায়। সেই থেকেই টিআরপি কিছুটা কমে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও নায়কহীন হয়ে সুস্মিতা দে এবং শিঞ্জিনি চক্রবর্তীকে নিয়ে এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের নতুন গল্প।

তবে নতুন গল্পেও ফিরলনা হাল। অবশেষে শেষ হল পঞ্চমীর যাত্রা। অভিনেত্রী সুস্মিতা নিজের সোশ্যাল মিডিয়ায় শেষ দিনের ছবি পোস্ট করে নিজের মনের অনুভূতি ব্যক্ত করেছেন। কলাকুশলীদের পাশাপাশি এই ধারাবাহিকের নিত্য দর্শকেরাও বেশ আহত হয়েছেন এমন খবরে। এইরকম খুব কম সময়ে কোনো ধারাবাহিক শেষ হয়ে যাওয়াটা বর্তমানে নতুন কিছু নয়, তবে পঞ্চমী এক অন্যধারার ধারাবাহিক ছিল।

আরও পড়ুনঃ গিনির বিয়ের আসরে হাজির রূপের প্রেমিকা! দুর্ধর্ষ চমক ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে

 

View this post on Instagram

 

A post shared by Susmita Dey (@susmitadey.official)

প্রথম থেকে এই ধারাবাহিক সকলের মনে বেশ জায়গাও তৈরী করে নিয়েছিল। এমনকি টিআরপি তালিকাতেও শুরুতে ভালোই জায়গা করে নিয়েছিল ‘পঞ্চমী’। তবে ধীরে ধীরে গল্প পরিবর্তনের সাথে সাথে পঞ্চমীর টিআরপি কমতে থাকে। আর তারপর অভিনেতা রাজদীপ ধারাবাহিক ছেড়ে যাওয়ার পর থেকে ধারাবাহিকটির টিআরপি আরও তলানিতে ঠেকেছে এবং অবশেষে সব শুরুর যেমন শেষ থাকে সেই নিয়মেই এই ধারাবাহিক শেষ হচ্ছে।

× close ad