টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Duta)। এই অভিনেত্রী জনপ্রিয়তা পান, ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকের হাত ধরে। তারপর বহুদিন দেখা মেলেনি ধারাবাহিকের পর্দায়। কিন্তু শোনা গেল, দেড় বছর পর তিনি শীঘ্রই আবার ছোটো পর্দায় অভিনয় করবেন। একেবারে ইউনিক আর আকর্ষণীয় চরিত্রের সাথে। এই চরিত্রে তিনি তো আগে কখনও অভিনয় করেননি। এমনকি বাংলা ধারাবাহিকে এই রকম চরিত্র প্রথমবার হতে চলেছে।
‘ভেন্ট্রিলোকুইস্ট’ (Ventriloquist) চরিত্রে দেখা মিলবে অভিনেত্রীকে। ভাবছেন এটা আবার কি? মঞ্চে দাঁড়িয়ে পুতুল হাতে নিয়ে যারা কথা বলেন, তাদের বলা হয় ভেন্ট্রিলোকুইস্ট। এরা এমন ভাবে কথা বলেন, ভাববেন যে পুতুলই কথা বলছে। আমরা মীরাক্কেলে দেখেছি, একজন পুতুল কথা বলছে, কিন্তু আদৌও সে কথা বলছেন না, ভেন্ট্রিলোকুইস্ট এর মাধ্যমে সেই পুতুলকে দেখানো হচ্ছে। ম্যাজিশিয়ানদের কাছে এই পুতুল দেখা যায়, অনেক ভৌতিক সিনেমাতেও দেখা মেলে।
অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে, ‘জড়োয়া ঝুমকো’ ধারাবাহিকের শুভঙ্কর সাহাকে (Subhankar Saha)। এছাড়াও অভিনেতার দেখা মিলেছে ‘তুমি রবে নীরবে’ ধারাবাহিকে। তারপরে হঠাৎ হারিয়ে যান ইন্ডাস্ট্রি থেকে। মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ার কারণে তাঁকে দেখা যায়নি । কিছু বছর পর তিনি আবার ফেরেন ‘বরণ’ ও ‘ত্রিশূল’ ধারাবাহিকের মাধ্যমে। আবার এই ধারাবাহিকে তাঁর দেখা মিলবে।
জি বাংলায় আসতে চলেছে এই ধারাবাহিকটি। ইতিমধ্যেই জি বাংলায় দুটি নতুন ধারাবাহিকের দেখা মিলেছে। একটার সম্প্রচার শুরু হয়ে গেছে, আর একটার এখনও শুরু হয়নি। এবার কোন স্লটে দেখা মিলবে সেটাই দেখার। হয়ত ৯:৩০ এর স্লটেই দেখা মিলবে।
শুভংকরের চরিত্রটাও অন্যরকম। দাদা-বৌদির মৃত্যুর পর তাদের সন্তান দত্তক নেয় শুভংকর। এ বিষয়ে তিনি জানান, ‘এরকম চরিত্র আমি আগে করিনি, সম্পূর্ণ নতুন লুকে দেখা মিলবে আমাকে’। অন্যদিকে স্বস্তিকা তাঁর নতুন চরিত্রের জন্য কন্ঠস্বরের তালিম নিচ্ছেন, নিয়মিত চর্চা করছেন। এত বছর পর ফের ধারাবাহিকে ফিরে, অভিনেত্রী বেশ খুশি, এমনটাই জানিয়েছেন।