পর্দার শত্রু বাস্তবেও? অফস্ক্রিন সম্পর্ক নিয়ে মুখ খুললেন পর্দার ‘দীপা’

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিকের বয়স এক বছর পেরিয়ে গেলেও টিআরপি তালিকায় নিজেদের স্থান বেশ ধরে রেখেছে।

Saranna

swastika ghosh openup about relationship between her and ahana in real life

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিকের বয়স এক বছর পেরিয়ে গেলেও টিআরপি তালিকায় নিজেদের স্থান বেশ ধরে রেখেছে। ধারাবাহিকের মূল চরিত্রের নাম সূর্য-দীপা। সূর্যর চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত আর দীপা(Deepa)র চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা ঘোষ। সূর্য-দীপা ছাড়াও এই ধারাবাহিকের আরও একটি উল্লেখযোগ্য চরিত্র হল মিশকা।

যাকে ছাড়া ধারাবাহিক অসম্পূর্ণ। মিশকা(Mishka)কে দেখা যাচ্ছে খল চরিত্রে। এই মিশকার চরিত্রে অভিনয় করছেন অহনা দত্ত (Ahana Dutta)। বাস্তবে কি এরকমই খল সম্পর্ক রয়েছে স্বস্তিকা ঘোষের (Swastika Ghosh) সাথে? আসুন জেনে নিই দুজনের সম্পর্কের সমীকরণ কেমন? ধারাবাহিকে দেখা গেছে মিশকার শয়তানি রূপ। মিশকা কিছুতেই দীপা আর সূর্যকে শান্তিতে থাকতে দেয়না। মিশকা ভালোবাসে সূর্যকে।

anurager chowa serial audience get upset to see mishka's situation

আর তার জন্যই সে দীপার উপর সমস্ত ক্ষোভ উগড়ে দেয়। আগে সূর্য মিশকাকে বেশি বিশ্বাস করত, কিন্তু এখন সূর্য বুঝেছে মিশকা কতটা খারাপ মানুষ, সে কতটা তার ক্ষতি চায়। সূর্যর স্পাম নিয়ে সূর্যকে ফাঁসায় মিশকা। সূর্য একদমই সহ্য করতে পারেনা। দীপাও মিশকাকে সহ্য করতে পারেনা। বাস্তবেও কি একে অপরের শত্রু মিশকা আর দীপা?

যদিও, পর্দায় যতই খল কাজ করুক না কেন অফ স্ক্রিনে দেখা যায় নায়ক-নায়িকার সাথে বেশ ভালোই ভাব থাকে। অহনা আর স্বস্তিকার মধ্যে কি এমনই ভাব রয়েছে? কী বলছেন স্বস্তিকা আসুন জেনে নিই। স্বস্তিকার সাথে অহনার কোনোরকম শত্রুতা নেই। তারা খুব ভালো বন্ধু। শ্যুটিং শেষ হলেই সকলে একসাথে মিলে হাসি-ঠাট্টা, আড্ডা চলতেই থাকে।

anurager chowa surja dipa mishka

যখন মিশকার শ্যুটিং কম থাকে তখন আর আড্ডা হয়না, এই সময়টাতে স্বস্তিকা মিশকাকে অর্থাৎ অহনাকে খুবই মিস করেন। অন্যদিকে যদি দুজনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে দুজনে একসাথে রিল ভিডিও শেয়ার করেন। পর্দায় যতই দুজন দুজনের শত্রু হোক না কেন বাস্তব জীবনে তারা একে অপরের পরম বন্ধু।

× close ad