গরমের হালকা খাবার! করলা দিয়ে এই উচ্ছে ডাল তৃপ্তি দেবে মনে ও সুস্থ রাখবে শরীরও

Ucche Dal Recipe : আজ আপনাদের জন্য সুস্বাস্থ্যকর এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। ডাল অনেকের বাড়িতেই নিত্য রান্না হয়ে থাকে। আজ ডাল ও উচ্ছের মেলবন্ধনে

Desk

tasty mung dal with ucche recipe

Ucche Dal Recipe : আজ আপনাদের জন্য সুস্বাস্থ্যকর এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। ডাল অনেকের বাড়িতেই নিত্য রান্না হয়ে থাকে। আজ ডাল ও উচ্ছের মেলবন্ধনে তৈরী হওয়া সুস্বাদু তেতোর ডালের রেসিপি নিয়ে এসেছি। গরমে তেঁতোর ডাল খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। ডালের পুষ্টিগুণ ও তেতোর গুন মিলে পাতে পর্বে সুস্বাদু আহার। তো আসুন দেখে নেওয়া যাক মুগের ডাল দিয়ে তেতোর ডাল তৈরির রেসিপি (Mung Dal with Karala Recipe)

healthy mung dal with karala recipe 6

মুগের ডাল দিয়ে তেতোর ডাল তৈরির উপকরণ : (Mung Dal with Karala Recipe Cooking Ingredients)

১. মুগ ডাল (পরিমান অনুযায়ী)
২. উচ্ছে / করলা
৩. কাঁচা লঙ্কা
৪. শুকনো লঙ্কা
৫. সর্ষে
৬. তেজপাতা
৭. আদা বাটা
৮. তেল
৯. হলুদ গুঁড়ো
১০. নুন স্বাদমতো

মুগের ডাল দিয়ে তেতোর ডাল তৈরির পদ্ধতি : (Mung Dal with Karala Recipe Cooking Instructions)

স্টেপ ১ – প্রথমে বাজার থেকে আনা উচ্ছে / করলা ভালো করে ধুয়ে নিন। উচ্ছে / করলা গোল গোল করে কেটে নিন।মুগের ডাল ধুয়ে নিন। তারপর শুকনো কড়াইতে দিয়ে কিছুটা নেড়ে নিন।

healthy mung dal with karala recipe 2

স্টেপ ২ – কড়াইতে পরিমাণমতো জল দিন ডাল সিদ্ধ করার জন্য। কেটে রাখা উচ্ছেতে সামান্য পরিমান নুন ও হলুদ মাখিয়ে নিন। কড়াইতে তেল দিন উচ্ছেগুলো ভেজে নিন ভালো করে।

healthy mung dal with karala recipe 3

স্টেপ ৩ – ডালের সাথে উচ্ছেগুলোও দিয়ে দিন কিছুটা সিদ্ধ হতে। ডাল ও উচ্ছে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখুন একটি পাত্রে। কড়াই বসান। তাতে তেল দিন।

 

স্টেপ ৪ – ফোঁড়ন হিসাবে ২ টো তেজপাতা হাফ চামচ সর্ষে ১ টা শুকনো লঙ্কা ও ২ টো কাঁচালঙ্কা চিরে দিন। অল্প নেড়ে তাতে আদা বাটা দিন। বেশ কিছুক্ষন নেড়ে নিয়ে

healthy mung dal with karala recipe 5

স্টেপ ৫ – তাতে সিদ্ধ ডালটা দিয়ে দিন। পরিমান মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিন। আপনার তেতোর ডাল তৈরি হয়ে যাবে। গরম গরম পরিবেশন করুন।

× close ad