আজকাল ব্যস্ত শহরে আমরা সকলেই ছুটে চলেছি ক্রমাগত। দাঁড়াবার সময় নেই। নেই আসতে চলার সময়। সামনে পিছনে তাকানোর তো সময়ের বড়োই অভাব। কিন্তু এই ব্যস্ততার কবলে পরে মৃত্যু হচ্ছে অসংখ্য মানুষের। আজকাল রাস্তাঘাটে পথ দুর্ঘটনা (Road Accident) বড়ো বেড়ে গেছে। বাস-ট্রেন, টোটো-আটো, সাইকেল-বাইক কোনো কিছুতেই কোনো ভরসা নেই। আজকাল বলা খুব মুশকিল যে মানুষটা সকালে ঘর থেকে কাজে বেরোচ্ছে সে বিকালে ঘরে সুস্থ ফিরবে কিনা।
তেহট্টতে পথ দুর্ঘটনা : (Tehotto Road Accident)
রাস্তাঘাটে জনজীবনের অগ্রগতির তাড়নায় আমরা সাবধান হতে ভুলে গেছি। আর সেই অসাবধানতা দুর্ঘটনা হয়ে আমাদের জীবনে ডেকে আনে বড়ো কোনো সর্বনাশ। ঠিক এভাবেই তেহট্টর ইসলামপুরে ঘটে গেছে এক মর্মান্তিক ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। একটি টোটো ও মারুতির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন সকলেই। ঘটনায় ৯ জন আহত হয়েছেন। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় করিমপুর রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে। ব্যস্ত রাস্তায় তেহট্ট এর দিক থেকে যাত্রী বোঝাই ওই টোটো যাত্রা করেছিল। কিন্তু পথে হঠাৎই মুখোমুখি ধাক্কা লাগে ওই মারিটির সাথে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, মারুতির সামনের অংশ তুবড়ে গেছে। টোটোর অবস্থা খুবই খারাপ। পুলিশ ও স্থানীয়দের সাহায্যে ঘটনাস্থলে আহত ওই ৯ জন ব্যক্তিকে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
হসপিটালে ভর্তির পরেও চার জন আহতের অবস্থা আশঙ্কাজনক। তাদের তেহট্ট মহকুমা হাসপাতালের চিকিৎসক স্থানান্তরিত করেন কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। এই ঘটনার জেরে প্রাইমারি স্কুল সংলগ্ন রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশি প্রচেষ্টায় সেই যানজট নিয়ন্ত্রণে আনা হয়।