চ্যানেল বদলানোই কাল! স্টার জলসায় গিয়ে কপাল পুড়েছে এই অভিনেত্রীদের, হয়েছেন সুপার ফ্লপ

বাংলা ধারাবাহিকের চ্যানেল গুলি দর্শকদের মনের ভাব বুঝতে পারে বোধহয়। তাই, তারা দর্শকদের মনোরঞ্জন করতে বিভিন্ন ধরনের ধারাবাহিক এনে হাজির করেন। একটা ধারাবাহিক শেষ হলেই

Nandini

telivision actress who flop after changing channels

বাংলা ধারাবাহিকের চ্যানেল গুলি দর্শকদের মনের ভাব বুঝতে পারে বোধহয়। তাই, তারা দর্শকদের মনোরঞ্জন করতে বিভিন্ন ধরনের ধারাবাহিক এনে হাজির করেন। একটা ধারাবাহিক শেষ হলেই শুরু হয় আর একটা ধারাবাহিক। তাই তো দর্শকরা টিভির পর্দার সামনে বসে পড়েন, আর উঠতেই চাননা। সন্ধ্যা ৬ টায় বসে, তো ওঠে রাত ১০ টায়।

এই ধারাবাহিক গুলোর সাথে সাথে ঘটে নতুন চরিত্রের আবির্ভাব। বিশেষত দেখা যায় নতুন অভিনেত্রী দের। সেই অভিনেত্রীরা দর্শকদের মনে জায়গা করে নেয়। আবার অনেক সময় দেখা যায়, একটা চ্যানেলের হিট নায়িকা আবার অন্য চ্যানেলে গিয়ে নতুন ধারাবাহিকে অভিনয় করেন। কিন্তু এর ফলে উন্নতি না হওয়ায় হয়েছে অবনতি। আজ দেখে নেওয়া যাক, সেইসব অভিনেত্রীদের কথা, যারা এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে গিয়ে সফলতা নয়, ব্যর্থতার মুখে পড়েছেন।

telivision actress who flop after changing channels

চ্যানেল বদলে ফ্লপ হওয়া অভিনেত্রীরা :


রূপসা চ্যাটার্জী (Rupsha Chatterjee) : স্টার জলসার সিরিয়াল ‘জানি দেখা হবে’তে মুখ্য চরিত্রের ভূমিকায় অভিনয় করছেন রূপসা চ্যাটার্জী। তিনি এর আগে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অগ্নিপরীক্ষা’য় ছিলেন, তারপর আবার জী বাংলায় ‘ভানুমতীর খেল’ ধারাবাহিকে অভিনয় করেন। এই ধারাবাহিক গুলির জনপ্রিয়তা বেশ ভালো ছিল। কিন্তু অভিনেত্রীকে স্টার জলসায় আনা হলে সেই ধারাবাহিক অতটাও হিট হয়নি। ধারাবাহিকের কনসেপ্ট দর্শকদের পছন্দ হয়নি। অভিনেত্রী অভিনয় করে ফ্লপের মুখ দেখল।

 

View this post on Instagram

 

A post shared by Susmita Dey (@susmitadey.official)


সুস্মিতা দে (Susmita Dey) : স্টার জলসার ‘বৌমা একঘর’ ধারাবাহিকে মুখ্য চরিত্র টিয়ার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সুস্মিতা দে। যাকে আমরা দেখতে পেয়েছি, এর আগে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে অভিনয় করে অভিনেত্রী বেশ সফল। কিন্তু যখন চ্যানেল পরিবর্তন করে অন্য চ্যানেলে নতুন ধারাবাহিকে অভিনয় করলেন ভাগ্য সহায় হল না। খবর শোনা যাচ্ছে খুব শীঘ্রই ‘বৌমা একঘর’ ধারাবাহিকটি বন্ধ হতে চলেছে।


গীতশ্রী রায় (Geetashree Roy) : স্টার জলসায় সম্প্রচারিত ‘দেবীপক্ষ’ ধারাবাহিকে অভিনয় করেছেন গীতশ্রী রায়। যাকে আমরা রাশি নামেই চিনি। কারণ জি বাংলায় সম্প্রচারিত হওয়া ‘রাশি’ ধারাবাহিকটি বেশ হিট হয়েছিল। এই ধারাবাহিকে গীতশ্রী অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকে অভিনয় করেই সে জনপ্রিয় হয়েছিল। কিন্তু স্টার জলসায় যখন দেবীপক্ষে অভিনয় করলেন তখন ধারাবাহিকটি বেশ ফ্লপ হল। তবে বর্তমানে মন ফাগুন ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখা যায় তাকে।

 

View this post on Instagram

 

A post shared by Debadrita Basu (@iamdebadritabasu)


দেবাদৃতা বসু (Debadrita Basu) : এই ভক্তিমূলক ধারাবাহিকে অভিনয় করেছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জয়ী’ খ্যাত অভিনেত্রী দেবাদৃতা বসু। শ্ৰীকৃষ্ণ ভক্ত মীরা ধারাবাহিকটি ঐতিহাসিক পৌরাণিক কাহিনী নিয়ে গড়ে ওঠা সুন্দর একটা গল্প হলেও টিআরপি তে ভালো ফল করতে না পারায় এই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে তাঁর অভিনীত জয়ী ধারাবাহিক বেশ সুপারহিট হয়েছিল জী বাংলায়।

× close ad