এখন জি বাংলার (Zee Bangla) চর্চিততম ধারাবাহিক হল ‘সোহাগ জল’ (Sohag Jol)। এই ধারাবাহিকটি সবসময় চর্চার কেন্দ্রে রয়েছে। ধারাবাহিকের কাহিনী এবং ধারাবাহিকের আয়ু নিয়ে সবসময় সোশ্যাল মিডিয়ায় শোরগোল হতে দেখা যায়। সবসময় দর্শকরা প্রশ্ন তুলেছেন এই ধারাবাহিকে কেন নেই সাধারণ কাহিনী? সবার সাথে বসে বাড়িতে দেখা যায়না। আর তাই বন্ধ হোক এই ধারাবাহিক।
এই সমালোচনায় ঘি ঢালার জন্য জি বাংলায় দেখা গেছে নতুন ধারাবাহিকের প্রোমো। ধারাবাহিকের নাম মুকুট। ধারাবাহিকের প্রোমো ভিডিও সামনে আসতেই সকলেই এবার ভেবে নিয়েছেন হয়ত সোহাগ জল শেষ হয়ে গিয়ে আসবে মুকুট। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে ২৭ শে মার্চ থেকে রাত ৯:৩০ টার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক।
কিন্তু বর্তমানে রাত ৯:৩০ দেখা যায় নতুন ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’। শোনা গিয়েছিল, এই ধারাবাহিক দেখানো হবে ৯:০০ স্লটে। তাহলে সোহাগ জল? এটাই সবার মনে প্রশ্ন। তাহলে কি শেষ হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তিনি জানান, এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না সোহাগ জল। আর অভিনেত্রী এই উত্তরেই দর্শকের ধোঁয়াশা কেটে গিয়েছে।
এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই দুটো সিরিয়াল অনেক চর্চা চলছে, যে সোহাগ জল নাকি শেষ হবে কিন্তু শ্বেতা মৌ অর্থাৎ গল্পের নায়িকা জুই কনফার্ম করেছে যে সোহাগ জল শেষ হবে না। এটা একটা ফেক নিউজ এখন কথা হল তাহলে কি তোমার খোলা হাওয়া কী শেষ হবে কারণ ওই স্লটে নতুন ধারাবাহিক মুকুট আসবে, আর এখন বর্তমানে একটাই সিরিয়াল আছে শেষ হওয়ার মতো মিঠাই হ্যা হয়তো টিআরপি পাচ্ছে এখন দেখা যাক কি হয়’।
তবে আদতে কি হবে তা সময়ের সাথেই স্পষ্ট হবে। তবে নতুন ধারাবাহিকের জন্য দর্শক যতটা না উৎসুক পুরোনো কোন ধারাবাহিক শেষ হবে সেই নিয়েও বেশ দ্বন্ধে আছেন দর্শক। কারণ বর্তমানে জী বাংলায় প্রায় সব সিরিয়ালই টিআরপি তালিকায় খারাপ ফলাফল করছেনা। তাই কোনটা শেষ হচ্ছে সেটা যেমন একটা প্রশ্ন। তেমনই একটা মন খারাপের জায়গায় সিরিয়াল প্রেমীদের জন্য।