শুরু এক কাহিনী দিয়ে, আর শেষ হচ্ছে অন্য কাহিনী দিয়ে! নেটিজেনরা ক্ষুব্ধ ধারাবাহিকের গল্প নিয়ে

একটা ধারাবাহিক (Serial) যখন শুরু হয়, তার প্রোমোতে বর্ণিত থাকে সেই ধারাবাহিকের কাহিনীর ছোট্ট ট্রেলার। প্রতিটি ধারাবাহিক কিন্তু এক কাহিনী দিয়ে শুরু হয়না। প্রতিটি ধারাবাহিকের

Saranna

the serial's is going away from the original story

একটা ধারাবাহিক (Serial) যখন শুরু হয়, তার প্রোমোতে বর্ণিত থাকে সেই ধারাবাহিকের কাহিনীর ছোট্ট ট্রেলার। প্রতিটি ধারাবাহিক কিন্তু এক কাহিনী দিয়ে শুরু হয়না। প্রতিটি ধারাবাহিকের নিজস্ব কাহিনী রয়েছে। এই যেমন জি বাংলার ‘উমা’ ধারাবাহিক শুরু হয়েছিল ক্রিকেটের গল্প নিয়ে। তারপর ‘যমুনা ঢাকি’ ধারাবাহিক শুরু হয়েছিল একজন মেয়ের ঢাক বাজানোর কাহিনীকে নিয়ে।

কিন্তু কিছুদিন এই সব কাহিনী নির্ভর হয়ে ধারাবাহিক গুলো চললেও শেষমেশ তাতে দেখা যায়, কূটকাচালি, পরকীয়া, ষড়যন্ত্র ইত্যাদিতে ভরপুর। এই তো যেমন উমা ধারাবাহিকে দেখা গিয়েছিল ক্রিকেটের থেকে বেশি দেখানো হচ্ছে কূটকাচালিকে। যার ফলে ধারাবাহিকের টিআরপি কমতে থাকে। দর্শকরা আর দেখতে চাইছিলেন না। তাই শেষমেশ শেষ করে দেওয়া হয় এই ধারাবাহিক।

Zee Bangla Jamuna Dhaki Serial Time Slot

‘যমুনা ঢাকি’ তেও তাই। একজন নারীর ঢাক বাজানোর লড়াইকে কেন্দ্র করে চালু হলেও, শেষপর্যন্ত দেখা যায় ধারাবাহিকের কূটকাচালি। পরকীয়া, ষড়যন্ত্র ইত্যাদি । ফলে আসল কাহিনী লুপ্ত হয়ে যায়। ঢাক বাজানো নিয়ে বেশ কিছুটা গল্প এগোলেও বেশিরভাগটাই গল্প থেকে সরে গিয়ে সাংসারিক জটিলতায় ফোকাস করায় আর দর্শক দেখতে চাইত না। তাই এই ধারাবাহিকও বন্ধ হয়ে যায়।

স্টার জলসাতেও এমন এক ধারাবাহিক আছে। যার গল্প শুরু হয়েছিল প্রাণবন্ত সাহসী মেয়ে গুড্ডির স্বপ্ন একদিন সে পুলিশ অফিসার হবে। আর এই চলার পথের সাথী হবেন দায়িত্বশীল পুলিশ অফিসার অনুজ চট্টোপাধ্যায়। অনুজের সাথে বিয়ে হওয়ার কথা গুড্ডির দিদিয়া সিরিনের। ভাগ্যচক্রে সিঁদুর টা ওঠে গুড্ডির মাথায়। এইভাবেই এগিয়ে চলছে কাহিনী।

আরও পড়ুনঃ এই কারণগুলির জন্যই বাংলা সিরিয়াল থেকে বিমুখ হচ্ছেন দর্শক! TRP তলানিতে যাচ্ছে প্রতিনিয়ত

এই ধারাবাহিকে আইপিএস হয়ে ওঠার যে প্রস্তুতি সেটা দেখা যাচ্ছেনা। বরং দেখা যাচ্ছে ত্রিকোণ প্রেমের কাহিনী। ধারাবাহিকের কাহিনী যেটা দিয়ে শুরু হয়েছিল, সেই কাহিনীটাই নেই, বরং রয়েছে পরকীয়া, একটি ছেলের জীবনে দুটি মেয়ের জায়গা এইসব।

star jalsha serial updated time slot june updated (guddi)

আর তাই বর্তমানে গুড্ডি আর কেউ দেখছেনা। দর্শকদের অভিযোগ, লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় কী বুঝতে পারছেন না তিনি কি লিখেছেন? ধারাবাহিকের গল্প পাল্টে ফেলছেন। নাকি আমরা বুঝতে পারছিনা ওনার লেখা। এভাবেই দিনের পর দিন নতুন নতুন গল্পের ঝলক নিয়ে নিত্যনতুন ধারাবাহিক পর্দায় আসলেও দর্শকের মন জয় করে উঠতে পারছেনা। আর খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে।

Related Post