একই সাথে ‘দৈত্ব’ চরিত্রে অভিনয় করে দর্শক মনে বিশেষ জায়গা করে নিয়েছেন এই ৪ অভিনেত্রী

সম্প্রতি অনেক বাংলা ধারাবাহিকে (Bengali Serial) দৈত্ব চরিত্রের অভিনয় চোখে পড়ছে। একই মানুষের দুটি ভিন্ন নাম দুটি ভিন্ন চরিত্র। যেন যমজ বোন বা যমজ ভাই।

Saranna

these 4 actress in same time acting on two role in one serial

সম্প্রতি অনেক বাংলা ধারাবাহিকে (Bengali Serial) দৈত্ব চরিত্রের অভিনয় চোখে পড়ছে। একই মানুষের দুটি ভিন্ন নাম দুটি ভিন্ন চরিত্র। যেন যমজ বোন বা যমজ ভাই। কিন্তু অভিনয়ে যে সব সম্ভব তা প্রমান করেছেন এই নায়িকারা। যারা একই সাথে দক্ষতার সঙ্গে দুটি সম্পূর্ণ বিপরীত চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন। তো আসুন দেখে নিই দৈত্ব ভূমিকার অভিনয় দেখিয়ে কোন কোন ধারাবাহিক ও অভিনেত্রীরা দর্শক মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। 

4 actress who acting in same time into two different role shyamoupti mudly in guddi serial as guddi and ritabhori or reshmi

শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly) : বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘গুড্ডি’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে গুড্ডির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। গুড্ডির মেয়ে ঋতাভরীকেও দেখতে গুড্ডির মত। একই সাথে ঋতাভরীর চরিত্রেও  অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

netizen praised mithai serial after seeing mithi's decision

সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) : মিঠাই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সৌমিতৃষা কুন্ডুকে। ধারাবাহিকে মিঠাই মারা যাওয়ার পর ‘মিঠি’ নাম এক চরিত্রের আগমন ঘটে। আর এই মিঠাই এবং মিঠি দুই চরিত্রেই অভিনয় করেছেন অভিনেত্রী সৌমিতৃষা। 

4 actress who acting in same time into two different role kheyali mondal in alta phoring as phoring and jony

খেয়ালি মণ্ডল (Kheyali Mondal) : সবেমাত্র শেষ হয়েছে স্টার জলসার আলতা ফড়িং ধারাবাহিক। এই ধারাবাহিকে ফড়িংয়ের চরিত্রে দেখা গিয়েছিল খেয়ালিকে। তারপর গল্পে অনেক পরে এখানে ফড়িংয়ের একটি বোন দেখানো হয়েছিল। যার নাম ছিল জনি। আর সেই জনির চরিত্রেও অভিনেত্রী খেয়ালিকেই অভিনয়ে দেখা গিয়েছিল। 

4 actress who acting in same time into two different role indrani halder in seema rekkha as seema and rekha

ইন্দ্রাণী হালদার (Indrani Halder) : জি বাংলার ‘সীমারেখা’ ধারাবাহিকে ইন্দ্রাণী হালদারকে দৈত্ব ভূমিকায় দেখা গিয়েছিল। একজন খল আর একজন পজিটিভ চরিত্র। সীমা আর রেখা দুই বোন ছিল। আর দুই বোন এর চরিত্রেই অভিনয় করেছিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। 

× close ad