শুধু ভারতে নয়, গোটা বিশ্বে জনপ্রিয় এই চার সংগীতশিল্পী! রইল সেই শ্রদ্ধেয় শিল্পীদের পরিচয়

আমাদের ভারতবর্ষে বাস করে সব ধর্মের মানুষ। তাই এই ভারতেই তো, সকল প্রতিভাবান মানুষের জন্ম। বিজ্ঞানী, ঐতিহাসিক, লেখিক-লেখিকা, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পী, সংগীত শিল্পী (Singer) আরও কত

Saranna

these 4 indian singers also famous on world

আমাদের ভারতবর্ষে বাস করে সব ধর্মের মানুষ। তাই এই ভারতেই তো, সকল প্রতিভাবান মানুষের জন্ম। বিজ্ঞানী, ঐতিহাসিক, লেখিক-লেখিকা, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পী, সংগীত শিল্পী (Singer) আরও কত কি। নানা ভাষা, নানা মত  আর প্রতিভার সমাহার সব মিলেমিশে একাকার ভারতে। সারা বিশ্বে প্রতি মুহূর্তে একটি করে নতুন প্রতিভার জন্ম হয়। আবার প্রতি মুহূর্তে কোনো প্রতিভাবান হারিয়ে যান অচেনা দেশে।

সুখ, দুঃখ, ভালোবাসা, আনন্দ, বাঁচিয়ে রাখা, বেঁচে থাকার মধ্যে দিয়েই মানুষের জীবন। আমাদের দেশের এমন কয়েকজন সংগীত শিল্পী রয়েছে, যারা শুধু ভারতেই নন, গোটা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয়। তাদের গানের সুর দেশ বিদেশের মানুষকে এক সুতোয় গেঁথে রেখেছে। আসুন আজ দেখে নেওয়া যাক, সেই সমস্ত বিশিষ্ট সংগীত শিল্পীদের। যাদের গান গোটা বিশ্বে জনপ্রিয়।

these 4 famous indian singers

ভারতের এই জনপ্রিয় ৪ সংগীতশিল্পী সমগ্র বিশ্বে সন্মানীয় :

manna dey

মান্না দে (Manna Dey) : বাঙালি এই শিল্পীর খ্যাতি শুধু বাংলা নয়, গোটা বিশ্বে রয়েছে তাঁর খ্যাতি। তিনি ছেড়ে চলে গিয়েছেন আজ থেকে ৯ বছর আগে, কিন্তু তাঁর গান আজও সমাদৃত গোটা বিশ্বে। তাঁর আট দশকের সংগীত জীবনে তিনি ৪০০০-এর বেশি গান রেকর্ড করেছেন। ২৪ টি আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন। ‘ইয়ে রাত ভিগি ভিগি’, ‘ইয়ে দোস্তী হাম নেহী তোড়েঙ্গে’ সহ বিখ্যাত গান গেয়ে তিনি জনপ্রিয় হয়েছেন সকলের কাছে।

lata mangeskar

লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) : ভারতের ‘নাইটএঙ্গেল’ যার কন্ঠে আসমুদ্রহিমাচল মোহিত থেকেছে। তাঁর এই দীর্ঘ কেরিয়ার জীবনে ৩৬ টি আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন। এক হাজারেরও বেশি হিন্দি ছবির গান রেকর্ড করেছেন। আজও তাঁর গান শুনে গোটা বিশ্বের মানুষ আবেগে ভাসেন। ‘অ্যায় মেরে বতন কে লোগো’, ‘লাগ জা গলে, ‘চলতে চলতে’, ‘সত্যম শিবম সুন্দরম’ এইসব বিখ্যাত গান রয়েছে তাঁর গানের ঝুলিতে। পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার, পেয়েছেন ভারতরত্ন, ফ্রান্স থেকে পেয়েছেন দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার।

mohammad rafi

আরও পড়ুনঃ বলিউডের এই জনপ্রিয় ভিলেনদের স্ত্রী দের চিনে না থাকলে জেনে নিন তাদের আসল পরিচয়!

মোহাম্মদ রফি (Mohammed Rafi) : সুরের যাদুকর মোহাম্মদ রফি গোটা বিশ্বে সমানভাবে জনপ্রিয়। চল্লিশ বছরের সংগীত জীবনে ছাব্বিশ হাজারেরও অধিক ছবিতে গান গেয়েছেন। শাস্ত্রীয় সঙ্গীত, দেশাত্মবোধক, প্রেম, কাওয়ালী, ভজন, গজল সহ আরও অনেক ধারার গানে তিনি সমান ভাবে জনপ্রিয়। ‘আভি না যাও ছোড় কর’, ‘লিখে জো খত তুঝে’, ‘গুলাবি আঁখে জো তেরি’ ইত্যাদি গান গেয়ে সমগ্র উপমহাদেশে জনপ্রিয়।

kishore kumar

কিশোর কুমার (Kishore Kumar) : ভারতের এই কিংবদন্তি শুধু ভারত নয়, গোটা বিশ্বে জনপ্রিয়। এই শিল্পী বাংলা, হিন্দি, ভোজপুরি, অসমিয়া ভাষায় মোট ২০০০-এরও বেশি গান গেয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে সেইসব বিখ্যাত গান, ‘হামে তুমসে পেয়ার কিতনা’, ‘দেখা এক খাওয়াব’, ‘সাগার কিনারে’ সহ আরও অনেক গান। যা সকল মানুষের কাছে জনপ্রিয়।

× close ad