বাংলা ধারাবাহিকে নায়ক-নায়িকার যেমন গুরুত্ব রয়েছে, তেমনই রয়েছে শাশুড়িদেরও গুরুত্ব। প্রত্যেকটি ধারাবাহিকেই গুরুত্বপূর্ণ শাশুড়ির চরিত্র রাখা হয়। যারা বর্তমান প্রজন্মকে এগিয়ে নিয়ে চলে। এই শাশুড়ির চরিত্রে যারা অভিনয় করছেন তাঁরা কেউ কেউ রিয়েল লাইফে শাশুড়ি হয়েছেন, আবার কারোর তো বিয়েই হয়নি!
শুধু তাই নয় রিয়েল লাইফে তাঁরা ওসব শাশুড়ির মতো পোশাক পড়েন না। বরং পাশ্চাত্য পোশাকেই স্বাচ্ছন্দ্য খুঁজে পান। কিন্তু পর্দায় তাদের বয়সের এতটাই গাম্ভীর্য দেখানো হয়, যা দেখে মনে হয় তাঁরা রিয়েল লাইফেও শাশুড়ি। আজ দেখে নেওয়া যাক রিল লাইফেরঅর্থাৎ বাংলা ধারাবাহিকের সেই সব শাশুড়িদের (Bengali Serial Mother-In-Law’s), যারা রিয়েল লাইফে একেবারেই আধুনিকা।
ঝিলমিল : সবথেকে অল্প বয়সী শাশুড়িমা হলেন ঝিলমিল। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকে দেখা মিলছে ঝিলমিল নামক চরিত্রের। যে কিনা একজন শাশুড়ি। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। বয়স সবেমাত্র ২৯। আর এই বয়সেই হয়েছেন শাশুড়ি।
লাবণ্য সেনগুপ্ত : লাবণ্য সেনগুপ্ত, যাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দীপার শাশুড়ির চরিত্রে। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। এই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লক্ষ্য করলেই দেখা যাবে অভিনেত্রী কতটা হট।
মালিনী ব্যানার্জী : এই চরিত্রের দেখা মিলছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মন দিতে চাই’ -এ। তিতিরের শাশুড়ির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জী (Nandini Chattarjee)।ধারাবাহিকে যতই শাড়ি, গয়না পড়ে থাকুক না কেন, রিয়েল লাইফে পাশ্চাত্য পোশাকেই স্বাচ্ছন্দ্যবোধ খুঁজে পান।
ললিতা দত্ত : জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ তে দেখা মেলে ললিতা দত্ত চরিত্রের। পর্ণার জেঠিশাশুড়ি ললিতা দত্ত। এই চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন তনুশ্রী গোস্বামী (Tanushree Goswami)। পর্দায় তাঁর দেখা মেলে একেবারে ট্রিপিক্যাল শাশুড়ির বেশে। কিন্তু রিয়েল লাইফে ওয়েস্টার্ন পোশাকেই তাঁর দেখা মেলে।
রাহুলের মা : স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকে রাহুলের মায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন অভিনেত্রী সুচিস্মিতা চৌধুরী (Suchismita Chowdhury)। পর্দায় যতই সে শাশুড়ি হোক না কেন, বাস্তব জীবনে এতটাই হট এবং এতটাই বোল্ড যে, যেন মনে হয় সুইট সিক্সটিন।